বোটানিক্যাল গার্ডেনে অবমুক্ত হলো ৬৫১টি তোতা-মুনিয়া-ঘুঘু

প্রকাশ | ০৩ সেপ্টেম্বর ২০১৯, ০০:০০

যাযাদি রিপোর্ট
জাতীয় উদ্যান বোটানিক্যাল গার্ডেনে সোমবার তিন প্রজাতির ৬৫১টি পাখি অবমুক্ত করেছে বন বিভাগের বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট -যাযাদি
সাভার থেকে তিন প্রজাতির ৬৫১টি পাখি উদ্ধার করে রাজধানীর বোটানিক্যাল গার্ডেনে অবমুক্ত করেছে বন বিভাগের বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট। সোমবার দুপুরে রাজধানীর জাতীয় উদ্যান বোটানিক্যাল গার্ডেনে উদ্ধার করা পাখিগুলোকে অবমুক্ত করা হয়। বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের সঙ্গে কথা বলে জানা যায়, রোববার রাত থেকে সাভারে অভিযান পরিচালনা করে ভোর পর্যন্ত এ পাখিগুলো উদ্ধার করা হয়। উদ্ধার করা পাখির মধ্যে রয়েছে তোতা ৪২০টি, মুনিয়া ২১০টি ও ২১টি ঘুঘু। বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের পরিদর্শক অসীম মলিস্নক এ বিষয়ে বলেন, রাত ২টা থেকে গোপন সংবাদের ভিত্তিতে সাভারের ইটখোলা, বাইপাইল, জিরাবো এলাকায় অভিযান চালিয়ে পাখিগুলো উদ্ধার করা হয়। যাত্রীবাহী বাসের ছাদে করে পাখিগুলো আনা হচ্ছিল। পাখি উদ্ধার করা সম্ভব হলেও কাউকে আটক করা যায়নি। আমরা তদন্ত করে দেখবো কারা এর সঙ্গে জড়িত। কী উদ্দেশ্যে পাখিগুলো আনা হচ্ছিল ঢাকায়।