সংবাদ সংক্ষেপ

প্রকাশ | ০৩ সেপ্টেম্বর ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
পুলিশের অভিযানে গ্রেপ্তার ৮৫ যাযাদি ডেস্ক রাজধানীতে মাদকবিরোধী অভিযানে মাদক বিক্রি ও সেবনের দায়ে ৮৫ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন থানা ও গোয়েন্দা বিভাগ। পুলিশ জানায়, গ্রেপ্তারের সময় তাদের হেফাজত থেকে ৮৫১৭ পিস ইয়াবা ট্যাবলেট, ১১৬ গ্রাম হেরোইন, ১০ কেজি ৩২০ গ্রাম গাঁজা, ৬০টি নেশাজাতীয় ইনজেকশন, ৪ বোতল ফেনসিডিল, ২ বোতল দেশি মদ, ১১ বোতল বিদেশি মদ ও ২৭৩ ক্যান বিয়ার উদ্ধার করা হয়। রোববার সকাল ৬টা থেকে সোমবার সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। রূপগঞ্জের সড়কে হেলপার নিহত রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা নারায়ণগঞ্জের রূপগঞ্জে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে রাজু পাটোয়ারী (২৮) নামে এক ট্রাক হেলপার নিহত হয়েছেন। রোববার রাত ১২টার দিকে উপজেলার বরপা এলাকা দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, রোববার রাত ১২টার দিকে বিপরীত দিক থেকে ছুটে আসা দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলেই ট্রাক হেলপার রাজু পাটোয়ারীর মৃতু্য হয়। দুই ট্রাক চালক আহত হয়েছে। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে স্থানীয় ইউএস বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করান। নিহতের লাশ ময়না তদন্তের জন্য হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। নিহত রাজু পাটোয়ারী নোয়াখালির মাইজদি এলাকার রমজান পাটোয়ারীর ছেলে। এ সময় আরো দুই ট্রাকচালক আহত হন। আহতরা হলেন, লক্ষ্ণীপুর জেলার হেলাল ও বগুড়া জেলার সিরাজ মিয়া। মাদকের মামলায় দুইজনের মৃতু্যদন্ড যাযাদি ডেস্ক কুষ্টিয়ার দৌলতপুরের একটি মাদকের মামলায় মো. রুবেল এবং ভাংগন মল্ডল নামের দুই আসামিক মৃতু্যদন্ড দিয়েছেন আদালত। সোমবার বেলা ১১টায় জনাকীর্ণ আদালতে এই রায় ঘোষণা করেন কুষ্টিয়া জেলা ও দায়রা জজ আদালতের বিজ্ঞ বিচারক অরুপ কুমার গোস্বামী। মামলার এজাহার সূত্রে জানাযায়, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি অভিযানিক দল ২০১৭ সালের ১০ অক্টোবর কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার মোহাম্মদপুর গ্রামে অভিযান চালিয়ে ওই গ্রামে খেজমত মন্ডলের পুত্র মোঃ রুবেল এবং মৃত মসলেম মন্ডলের পুত্র ভাংগন মন্ডলকে ৮০০ গ্রাম হেরোইনসহ আটক করে দৌলতপুর থানায় সোপর্দ করে। পরে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের পরিদর্শক তারেক মাসুদ বাদী হয়ে দৌলতপুর থানায় একটি মামলা দয়ের করেন। দীর্ঘ শুনানি শেষে মামলার আসামি রুবেল এবং ভাংগন মন্ডল, ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ১৯(১) ধারায় অপরাধী প্রমাণিত হওয়ায় বিজ্ঞ বিচারক এই রায় প্রদান করেন। মধুপুরে ইয়াবাসহ গ্রেপ্তার ১ ধনবাড়ী (টাঙ্গাইল)সংবাদদাতা টাঙ্গাইলের মধুপুরে ১৪০০ পিস ইয়াবাসহ ১ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। রোববার রাতে উপজেলার জলছত্র এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত বিলস্নাহ হোসেন (৫০) উপজেলার জলছত্র এলাকার মৃত বিনদ দাসের ছেলে। সোমবার সকালে ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াবাসহ তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে বিলস্নাহ হোসেনের স্ত্রী পালিয়ে যায়। বিলস্নাহ হোসেন ও তার স্ত্রী এক সাথে ইয়াবা বিক্রি করত। পুলিশ জানায়, এ ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রক্রিয়াধীন। পলাতক আসামীকে গ্রেপ্তারের অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তার বিলস্নাহ এবং পলাতক তার স্ত্রী নাছিমা বেগম দীর্ঘদিন ধরে বিভিন্ন স্থানে ইয়াবা বিক্রি করে আসছিল। উদ্ধারকৃত ইয়াবার মূল্য ৪ লাখ ২০ হাজার টাকা। নদীতে ডুবে শিক্ষার্থীর মৃতু্য পোরশা (নওগাঁ) সংবাদদাতা নওগাঁর পোরশায় পুনর্ভবা নদিতে গোসল করতে গিয়ে আপন(৬) নামের এক শিশু শিক্ষার্থীর মৃতু হয়েছে। সে উপজেলার নিতপুর মাস্টার পাড়ার আরমান আলীর ছেলে ও আলোরপথে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণির ছাত্র। পারিবারিক সূত্রে জানাগেছে, স্কুল বন্ধ থাকায় আপন রবিবার দুপুরে সকলের অজান্তে বাড়ির পাশে পূনর্ভবা নদিতে গোসল করতে যায়। গোসল করার সময় সে স্‌ে্রাতের পানিতে তলিয়ে যায়। তাকে অনেক খোঁজাখুঁজি করেও পাওয়া যায়নি। পরে স্থানীয় জেলেরো রাতে নদীতে মাছ ধরতে গিয়ে মৃতু অবস্থায় আপনের ভাসমান লাশ উদ্ধার করে নিয়ে আসে। এব্যাপারে পোরশা থানা অফিসার ইনচার্জ শাহিনুর রহমান জানান, বিষয়টি তারা অবগত হয়েছেন এবং কেউ অভিযোগ করলে ব্যবস্থা নেয়া হবে। পুকুরে ডুবে শিশুর মৃতু্য খানসামা (দিনাজপুর)সংবাদদাতা দিনাজপুরের খানসামা উপজেলার গোবিন্দপুর গ্রামে বাড়ির পার্শ্ববর্তী পুকুরে পড়ে গিয়েসোমবার ২ বছরের একটি শিশুর মর্মান্তিক মৃতু্য হয়েছে। মৃত শিশুর নাম রাফি। সে ওই গ্রামের আমতলী বাজার এলাকার ছাইদুল ইসলামের ছেলে। পারিবারিক সূত্রে জানা গেছে, সকাল সাড়ে আটটার সময় শিশু রাফিকে তার মা আয়শা আক্তার খোঁজাখুঁজির এক পর্যায়ে দেখতে পান ঘরের পিছনের পুকুরে পানিতে ভেসে আছে শিশু রাফি। পুকুর থেকে তার মা উঠানোর পর দেখে শিশু রাফি মারা গেছে। এতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। আলোকঝাড়ী ইউপি চেয়ারম্যান আ স ম আতাউর রহমান ঘটনার বিষয়ে নিশ্চিত করেছেন।