শহরের মতো গ্রামেও সেবা দিতে হবে: মান্নান

প্রকাশ | ০৮ সেপ্টেম্বর ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
যাযাদি রিপোর্ট শহুরে বাবুদের আগে সেবা দিতে হবে এ ধারণা পাল্টে গেছে বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। তিনি বলেন, বর্তমান সরকার শহরের পাশাপাশি গ্রামেও পরিষেবা পৌঁছে দিতে কাজ করে যাচ্ছে। শনিবার সকালে রাজধানীর মহাখালীর ব্র্যাক সেন্টারে চতুর্থ দক্ষিণ এশিয়া অর্থনৈতিক নেটওয়ার্ক কনফারেন্স ২০১৯ এবং সুবেশনাল ফিনান্স অ্যান্ড লোকাল সার্ভিস ডেলিভারি শীর্ষক আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান। পরিকল্পনামন্ত্রী বলেন, আগে শহর ও গ্রামের সেবার মধ্যে দ্বিধা ছিল। শহরে বাবুরা থাকে তাই আগে তাদের সেবা দিতে হবে এ রকম ধারণা প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাল্টে দিয়েছেন। তিনি শহরের পাশাপাশি গ্রামে বসবাস করা মানুষের জন্য সেবা নিশ্চিত করেছেন। এখন পানি, বিদু্যৎ শুধু ঢাকা, চট্টগ্রাম ও সিলেটে পাবে তা নয়, প্রতিটি গ্রামে এসব সেবা দেওয়া হচ্ছে। তিনি বলেন, গ্রামে যারা বসবাস করছে, তাদের সেবা দিতে সরকার কাজ করে যাচ্ছে। তবে এজন্য সবার সহযোগিতা ও স্থিতিশীল পরিবেশ দরকার। এম এ মান্নান বলেন, এক্ষেত্রে সারা জীবন আমরাই মন্ত্রী থাকব তা নয়, ৫ বছর পর পর আমাদের আপনাদের কাছে যেতে হবে, তাই কাজ করলে মূল্যায়ন করবেন আর না করলে করবেন না। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অর্থনৈতিক মডেলিং (সানেম) দক্ষিণ এশিয়া নেটওয়ার্কের নির্বাহী পরিচালক এবং ঢাকা বিশ্ববিদ্যালয় অর্থনীতি বিভাগের অধ্যাপক ডা. সেলিম রায়হান। বিশ্ব ব্যাংকের দক্ষিণ এশিয়ার প্রধান অর্থনীতিবিদ ডা. হান্স টিমার এবং বিশ্ব ব্যাংকের বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর মের্সি মিয়াং টেম্বন অনুষ্ঠানে বক্তব্য রাখেন। এদিকে, বাংলাদেশ ব্যাংকের প্রাক্তন গভর্নর ড. আতিউর রহমান সম্মেলনে স্থানীয় সরকার অর্থ ও সেবা বিতরণ সম্পর্কে দ্বিতীয় অধিবেশন পরিচালনা করেন।