সংবাদ সংক্ষেপ

প্রকাশ | ০৮ সেপ্টেম্বর ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
গোবিন্দগঞ্জে লাশ উদ্ধার গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) সংবাদদাতা গাইবান্ধার গোবিন্দগঞ্জে নির্মাণাধীন ইক্ষু গবেষণা কেন্দ্রের এক কেয়ারটেকারের লাশ উদ্ধার করেছে পুলিশ। মৃত কেয়ারটেকার মাগুরা জেলার পারনন্দাইল উপজেলার সারংবদিয়া গ্রামের মৃত আহমেদ চৌধুরীর পুত্র কুতুব উদ্দিন (৪২) বলে জানা গেছে। পুলিশ জানায়, উপজেলার দরবস্ত ইউনিয়নের ভগবানপুর এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কের পাশে বাংলাদেশ সুগার মিল গ্রম্নপ অব ইন্টাস্ট্রির নির্মাধীন ইক্ষু গবেষণা কেন্দ্রের শ্রমিকরা শনিবার সকালে কাজ করতে এসে কেয়ারটেকার কুতুব উদ্দিনের লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করে। গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম মেহেদী হাসান জানান, ময়নাতদন্তের রিপোর্টের ভিত্তিতে পরবর্তী আইনানুগ পদক্ষেপ গ্রহণ করা হবে। বাসের চাপায় বৃদ্ধের মৃতু্য ভালুকা (ময়মনসিংহ) সংবাদদাতা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভালুকা উপজেলার জামিরদিয়া আইডিয়াল মোড়ে শুক্রবার রাতে রাস্তা পার হতে গিয়ে আব্দুল হামিদ (৭০) নামের এক বৃদ্ধের মৃতু্য হয়েছে। নিহত আব্দুল হামিদ উপজেলার রাজৈই গ্রামের মৃত উসমান শেখের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় ওই স্থান দিয়ে আব্দুল হামিদ রাস্তা পার হতে গিয়ে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস চাপা দিলে আব্দুল হামিদ গুরুতর আহত হন। আশঙ্কাজনক অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে সে মারা যান। রায়পুরে দুই চোর আটক রায়পুর (লক্ষ্ণীপুর) সংবাদদাতা লক্ষ্ণীপুরের রায়পুরে মোটরসাইকেলসহ দুই চোরাই কারবারীর সদস্যকে গ্রেপ্তার করেছে রায়পুর থানা পুলিশ। শক্রবার রাতে অভিযান চালিয়ে ফেনী জেলার দাগনভূঁইয়া থেকে মোটর সাইকেলসহ পুলিশ তাদের আটক করে। আটকৃতরা হলো, সদর উপজেলার দালাল বাজার ইউনিয়নের খন্দাকারপুর গ্রামের বাহার হাওলাদারের ছেলে মির্জা মুরাদ (২৪) ও সোনাপুর ইউনিয়নের রাখালিয়ার বোরহান উদ্দিনের ছেলে মোঃ তুহিনকে (১৮) মোটরসাইকেলসহ আটক করা হয়। জানা যায়, এদের বিরুদ্ধে ইতিপূর্বে ডাকাতি, মাদকসহ একাধিক মামলা রয়েছে। জানা যায়, কিছদিন পূর্বে রায়পুর ব্রাক ও আশা এনজিও সংস্থার কর্মকর্তার ভাড়া বাসার গ্রিল ভেঙে মোটরসাইকেল দুটি চুরি করে দাগনভূঁইয়া পৌর শহরে বিক্রি করার সময় আসামিদেরকে আটক করা হয়। বিশ্বনাথে সাজাপ্রাপ্ত আসামি আটক বিশ্বনাথ (সিলেট) সংবাদদাতা সিলেটের বিশ্বনাথে সাড়ে ৩ বছরের সাজাপ্রাপ্ত আসামি মো. সিরাজুল ইসলাম সিরাজ (৫০) নামের এক ব্যক্তিকে আটক করেছে থানা পুলিশ। তিনি উপজেলার মদনপুর কুমারপাড়া গ্রামের মৃত আলতাবুর রহমানের পুত্র। শনিবার সকালে নিজ গ্রাম মদনপুর থেকে তাকে আটক করা হয়। পুলিশ জানায়, তার বিরুদ্ধে তিন বছরের সাজা, পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে ছয় মাসের সাজা ও মাদক-দ্রব্য মামলা রয়েছে (মামলা জিআর ৯৩৫/১৫, বিশ্বনাথ ১৪৩/১৫)। দীর্ঘদিন তিনি পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে থানার অফিসার ইন-চার্জ শামীম মুসার বিশেষ দিকে নির্দেশনায় তাকে আটক করতে সক্ষম হয়। নান্দাইলে মাদ্রাসা ছাত্রের মৃতু্য নান্দাইল (ময়মনসিংহ) সংবাদদাতা ময়মনসিংহের নান্দাইল উপজেলার খারুয়া ইউপির কোনাগাইর গ্রামের মুনসুর আহমেদ (২০) নামে এক মাদ্রাসা ছাত্র ট্রেনের ছাদ থেকে নেমে গিয়ে পড়ে মারা গেছে। তিনি স্থানীয় রাজাপুর ফাযিল মাদ্রাসার ফাযিল ১ম বর্ষের ছাত্র। তার বাবার নাম জমির উদ্দিন। জানা যায়, মুনসুর আহমেদ শুক্রবার বিকেলে গফরগাঁও রেলস্টেশন থেকে ট্রেনের ছাদে উঠে ঢাকা যাচ্ছিলেন। ট্রেন জয়দেবপুর পৌঁছার পর অন্যান্য ছাদ যাত্রীদের সাথে তাড়াহুড়া করে নামতে গিয়ে গুরুতর আহত হন মুনসুর। পরে তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে নেয়ার পথে সন্ধ্যার দিকে তার মৃতু্য হয়। শনিবার তার মৃতদেহ গ্রামের বাড়ি নিয়ে এলে গোটা এলাকায় শোকের ছায়া নেমে আসে। ঐদিন দুপুরে নামাজের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন করা হয়েছে। নীলফামারীতে যুবকের আত্মহত্যা স্টাফ রিপোর্টার নীলফামারী নীলফামারীতে ট্রেনে কাটা পড়ে অনন্ত কুমার রায় (৩৩) নামে এক যুবক আত্মহত্যা করেছে। শুক্রবার সন্ধ্যায় নীলফামারী-চিলাহাটি রেলপথের পলাশবাড়ি নামক স্থানে এই ঘটনা ঘটে। নিহত অনন্ত পলাশবাড়ি ইউনিয়নের আরাজি ইটাখোলা পলাশবাড়ি এলাকার অনিল চন্দ্র রায়ের ছেলে। স্থানীয় সূত্র জানায়, দুই বছর আগে সড়ক দুর্ঘটনায় আহত হয়ে ডান পা ভেঙে যায় তার। এখনো পায়ে রড লাগানো রয়েছে। মানসিকভাবে বিপর্যস্ত ছিল অনন্ত। সে প্রায় প্রতিদিন বিকেলে তার বাড়ির কাছে রেললাইনের ধারে বসে থাকত। গ্রামের মানুষজন কিছু বুঝার আগেই ঘটনার সময় সে চিলাহাটি থেকে ঢাকাগামী সীমান্ত ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে। সৈয়দপুর রেলওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) ফিরোজুল ইসলাম বলেন, এ ঘটনায় একটি অপমৃতু্য (ইউডি) মামলা হয়েছে।