দুই দিন পিছিয়ে শনিবার আসছে 'রাজহংস'

প্রকাশ | ১২ সেপ্টেম্বর ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
যাযাদি রিপোর্ট টেকনিক্যাল কারণে দু'দিন দেরিতে আসছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নতুন ড্রিমলাইনার 'রাজহংস'। বৃহস্পতিবার বাংলাদেশে আসার কথা ছিল নতুন এয়ারক্রাফটটি। কিন্তু পিছিয়ে আগামী শনিবার বিকেল পৌনে ৪টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে নতুন ড্রিমলাইনারটি। বিষয়টি নিশ্চিত করে বিমানের জনসংযোগ দপ্তরের ব্যবস্থাপক তাসনিম আক্তার বলেন, বোয়িং এয়ারক্রাফটটি বুঝিয়ে দিতে দেরি করছে। এজন্য বৃহস্পতিবার আসবে না রাজহংস। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ২০০৮ সালে মার্কিন উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং কোম্পানির সঙ্গে ১০টি নতুন উড়োজাহাজ ক্রয়ের জন্য চুক্তিবদ্ধ হয়। এরই মধ্যে ৪টি বোয়িং ৭৭৭-৩০০ ইআর, ২টি বোয়িং ৭৩৭-৮০০ ও ৩টি বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার উড়োজাহাজ বিমান বহরে যুক্ত হয়েছে। চতুর্থ এবং শেষ উড়োজাহাজ 'রাজহংস' বৃহস্পতিবার দেশে আসছে। 'রাজহংস' বিমান বহরে সংযোজিত হওয়ার মধ্য দিয়ে সম্পাদিত চুক্তির আওতায় ১০টি উড়োজাহাজের সবই বিমান বুঝে পাবে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে যুক্ত হতে যাওয়া চারটি ড্রিমলাইনারের নাম পছন্দ ও বাছাই করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এগুলো হলো- আকাশবীণা, হংসবলাকা, গাঙচিল ও রাজহংস। এর আগে চারটি বোয়িং ৭৭৭-৩০০ ইআর, ২টি বোয়িং ৭৩৭-৮০০ইআর এর নামও প্রধানমন্ত্রীর দেওয়া। যেগুলো হলো- পালকি, অরুণ আলো, আকাশ প্রদীপ, রাঙা প্রভাত, মেঘদূত এবং ময়ূরপঙ্খী।