ডাকসু ভেঙে দিয়ে পুনঃনির্বাচনের দাবি বাম ছাত্রজোটের

প্রকাশ | ১৭ সেপ্টেম্বর ২০১৯, ০০:০০

যাযাদি রিপোর্ট
চাঁদাবাজির অভিযোগের মুখে গোলাম রাব্বানীকে ছাত্রলীগের নেতৃত্ব থেকে সরিয়ে দেয়ার প্রেক্ষাপটে ডাকসু ভেঙে দিয়ে পুনঃনির্বাচনের দাবি জানিয়েছে বামপন্থি ছাত্র সংগঠনগুলোর জোট প্রগতিশীল ছাত্রজোট। সোমবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনে জোটের নেতা ছাত্র ইউনিয়নের সভাপতি মেহেদী হাসান নোবেল এই দাবি জানান। লিখিত বক্তব্যে ডাকসুর জিএস রাব্বানীর প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, দুর্নীতির অভিযোগ মাথায় নিয়ে নিজ সংগঠন থেকে অব্যাহতি পাওয়া কোনো ব্যক্তি ডাকসুর কোনো পদে আর থাকতে পারেন না। 'তাই বর্তমান বাস্তবতায় দাঁড়িয়ে ডাকসুর অতীত-ঐতিহ্য সমুন্নত রাখার জন্য অবিলম্বে এই ডাকসু অবৈধ ঘোষণা করে পুনঃনির্বাচনের দাবি আমরা জানাচ্ছি।' গত মার্চে অনুষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে ছাত্রলীগের প্যানেল থেকে সাধারণ সম্পাদক নির্বাচিত হন রাব্বানী। ভিপি পদে নির্বাচিত হন কোটা সংস্কার আন্দোলনকারীদের নেতা ভিপি নুরুল হক নুর। সম্প্রতি চাঁদাবাজির অভিযোগ ওঠার প্রেক্ষাপটে শনিবার আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষুব্ধ হলে পদত্যাগ করেন ছাত্রলীগের সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও সাধারণ সম্পাদক রাব্বানী। শোভন ও রাব্বানীর পদ খোয়ানোর ঘটনাটি ছিল রোববার বিশ্ববিদ্যালয়ে আলোচনার মূল বিষয়। চাঁদাবাজির অভিযোগে রাব্বানীকে ছাত্রলীগ নেতৃত্ব থেকে সরিয়ে দেয়ার পর তিনি ডাকসুর জিএস পদে থাকার নৈতিক অধিকার হারিয়েছেন বলে আলোচনা উঠেছে। চাঁদাবাজির অভিযোগ ওঠায় ডাকসুর মনোনীত হিসেবে সিনেটে শোভনের প্রতিনিধিত্ব নিয়েও প্রশ্ন উঠেছে। প্রগতিশীল ছাত্রজোটের সংবাদ সম্মেলন থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দুর্নীতির বিরুদ্ধে শিক্ষার্থীদের আন্দোলনকে সমর্থন জানানো হয়।