সংবাদ সংক্ষেপ

প্রকাশ | ০৯ অক্টোবর ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
বকশীগঞ্জে কলেজ ছাত্র গ্রেপ্তার বকশীগঞ্জ (জামালপুর) সংবাদদাতা জামালপুরের বকশীগঞ্জে ফেসবুক ও ম্যাসেঞ্জারে কলেজছাত্রীর আপত্তিকর ছবি ছড়িয়ে দেওয়ার অভিযোগে শাহরিয়ার ইসলাম শান্ত নামে (২২) এক কলেজছাত্রকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত শাহরিয়ার ইসলাম শান্ত বকশীগঞ্জ পৌর শহরের চরকাউরিয়া সীমার পাড় গ্রামের শহীদুল ইসলামের ছেলে। জানা গেছে, জামালপুর সরকারি আশেক মাহমুদ কলেজের সম্মান তৃতীয় বর্ষের ছাত্র শাহরিয়ার ইসলাম শান্ত বকশীগঞ্জ উপজেলার ধানুয়া কামালপুর ইউনিয়নের কামালপুর গ্রামের এক কলেজপড়ুয়া ছাত্রীর (১৮) আপত্তিকর ছবি গোপনে মোবাইলে ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ও ম্যাসেঞ্জারে ছড়িয়ে দেন। এ নিয়ে ওই ছাত্রীর বাবা সম্প্রতি ঢাকা সাইবার ক্রাইম আদালতে অভিযোগ দিলে আদালত বকশীগঞ্জ থানার ওসিকে মামলা রুজু করতে আদেশ দেন। ওই আদেশের প্রেক্ষিতে বকশীগঞ্জ থানা পুলিশ ৭ অক্টোবর সোমবার রাতে মামলাটি রুজু করেন। মামলা রুজুর পর মঙ্গলবার দুপুরে অভিযুক্ত কলেজছাত্র শাহরিয়ার ইসলাম শান্তকে বকশীগঞ্জ বাসস্ট্যান্ড এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ। \হ ধুনটে মানসিক প্রতিবন্ধীর মৃতু্য ধুনট (বগুড়া) সংবাদদাতা বগুড়ার ধুনটে ইছামতি নদীতে গোসল করতে গিয়ে হৃদয় হোসেন (১২) নামে এক মানসিক প্রতিবন্ধীর মৃতু্য হয়েছে। মৃত হৃদয় হোসেন বগুড়া জেলার ধুনট উপজেলার গোপালনগর ইউনিয়নের বানিয়াগাঁতি গ্রামের তোতা মিয়ার ছেলে। স্থানীয়সূত্রে জানাগেছে, মানসিক প্রতিবন্ধী হৃদয় হোসেন ছোটবেলা থেকেই ধুনট উপজেলার গোপালনগর ইউনিয়নের ডিগ্রির চর গ্রামে তার নানা সব্বের আলীর বাড়িতে বসবাস করে আসছিল। সোমবার দুপুরে হৃদয় হোসেন তার নানার বাড়ির পাশেই ইছামতি নদীতে গোসল করতে যায়। কিন্তু এরপর থেকেই সে নিখোঁজ হয়। মঙ্গলবার দুপুরে কাজিপুর উপজেলার রতনকান্দি ইউনিয়নের একডালা গ্রামের ইছামতি নদী থেকে হৃদয় হোসেনের ভাসমান মৃতদেহ উদ্ধার করে স্থানীয়রা। ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) ইসমাইল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। বরিশালে ৫ মাদক ব্যবসায়ী আটক বরিশাল অফিস বরিশালর্ যাব-৮ এর পৃথক অভিযানে পাঁচ মাদক ব্যবসায়ী আটক হয়েছে। পাশাপাশি এদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ইয়াবা ও গাঁজা। মঙ্গলবার দুপুরের্ যাবের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বরিশাল জেলার আগৈলঝাড়া থানার উত্তর বারপাইকা এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে ঢাকার কেরানীগঞ্জ থানার বালুরচর এলাকার মো. মানিক হাওলাদার (৩২), আগৈলঝাড়ার থানার বারপাইকা এলাকার বিকাশ মন্ডল (২৭), কাঠিয়া এলাকার নয়ন হালদার (২২) এবং উজিরপুর থানার দক্ষিণ সাতলা এলাকার রঞ্জন রায়কে (২২) আটক করা হয়। এ সময় তাদের তলস্নাশি করে মোট ২৩২ পিস ইয়াবা ও এক কেজি ২৫৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় আগৈলঝাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। এছাড়া বরিশালের বাকেরগঞ্জে অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবাসহ মো. মামুন হাওলাদার (৩৫) নামে এক মাদক বিক্রেতাকে আটক করা হয়েছে। কিশোরীর মরদেহ উদ্ধার হবিগঞ্জ প্রতিনিধি চুনারুঘাট উপজেলায় গলায় ওড়না পেঁছানো অবস্থায় তামান্না আক্তার পিয়া (১৫) নামে এক কিশোরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। দুর্বৃত্তরা মেয়েটিকে হত্যা করে ফেলে রেখেছে বলে ধারণা করছেন স্থানীয়রা। মঙ্গলবার দুপুর ২টায় গাজীপুর ইউনিয়নের দুধপাতিল গ্রামের একটি আকাশি গাছের বাগান থেকে মরদেহটি উদ্ধার করে চুনারুঘাট থানা পুলিশ। পিয়া ওই গ্রামের দিনমজুর আব্দুল হান্নানের মেয়ে। গাজীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হুমায়ুন কবির জানান, সোমবার সন্ধ্যা ৭টা থেকে পিয়াকে খুঁজে পাচ্ছিলেন না পরিবারের লোকজন। পরে মঙ্গলবার দুপুরে স্থানীয় লোকজন বাড়ি থেকে প্রায় দেড় কিলোমিটার দূরবর্তী নির্জন স্থানে আকাশি গাছের বাগানে মরদেহটি দেখতে পান। খবর পেয়ে পুলিশ এসে সুরতহাল রিপোর্ট তৈরির পর মরদেহটি থানায় নিয়ে গেছে। তিনি আরো জানান, গলায় ওড়না পেঁছানো এবং গলায় আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে ধর্ষণের পর মেয়েটিকে এখানে ফেলে রাখা হয়েছে। নবীগঞ্জে গৃহবধূর আত্মহত্যা নবীগঞ্জ (হবিগঞ্জ) সংবাদদাতা নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের বেতাপুর গ্রামে এক গৃহবধূর আত্মহত্যার ঘটনা ঘটেছে বলে জানা গেছে। জানা যায়, সোমবার দুপুরে বাড়ির পার্শ্ববর্তী একটি আম গাছের সঙ্গে ফাঁস লাগিয়ে বাসন্তি রবি দাশ নামে ওই গৃহবধূ আত্মহত্যা করেছেন। তার আত্মহত্যার কারণ জানা যায়নি। সে ওই গ্রামের হিরালাল রবি দাশের স্ত্রী। পুলিশ লাশ উদ্ধার করে মঙ্গলবার হবিগঞ্জ মর্গে প্রেরণ করেছে। এ ব্যাপারে থানায় অপমৃতু্য মামলা হয়েছে। পানিতে ডুবে শিশুর মৃতু্য স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে পানিতে ডুবে ওসমান মিয়া নামে দেড় বছরের এক শিশুর মৃতু্য হয়েছে। সোমবার বিকালে উপজেলার কুন্ডা ইউনিয়নের কুন্ডা গ্রামে এ ঘটনা ঘটে। শিশু ওসমান মিয়া কুন্ডা গ্রামের বজলুর রহমানের ছেলে। পরিবারের লোকজন জানান, সোমবার বিকালে বাড়ির লোকদের অজান্তে বাড়ির পাশে ডোবার পানিতে ডুবে যায় ওসমান। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।