জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে 'বহিরাগত' প্রবেশে মানা

প্রকাশ | ১১ অক্টোবর ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
যাযাদি রিপোর্ট জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ক্লাস চলাকালীন সময় বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে কর্তৃপক্ষ। বৃহস্পতিবার সকালে বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, 'বিশ্ববিদ্যালয় জ্ঞানচর্চার কেন্দ্র এবং সবার জন্য উন্মুক্ত। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সাংস্কৃতিক কর্মকান্ড পরিচালনার স্থানও বটে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রায় ২০ হাজার শিক্ষার্থীর তুলনায় বর্তমান ক্যাম্পাসটি খুবই ছোট।' এ অবস্থায়, 'ক্লাস চলাকালীন (সকাল ৮টা থেকে বিকাল ৪টা) দর্শনার্থী ও বর্তমানে ছাত্র নয়' এমন ব্যক্তিদের ক্যাম্পাসে না আসতে অনুরোধ করা হয়েছে বিজ্ঞপ্তিতে। তবে দাপ্তরিক কাজে কারও বিশ্ববিদ্যালয়ে আসতে বাধা থাকবে না বলে এতে জানানো হয়েছে। এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী ওহিদুজ্জামান বলেন, 'শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনা করেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। যাতে বহিরাগতরা এসে ক্যাম্পাসে কোনো ঝামেলা করতে না পারে।' বহিরাগতদের প্রবেশ কিভাবে বন্ধ করা হবে জানতে চাইলে তিনি বলেন, 'শিক্ষার্থী নয়, ক্যাম্পাস আসা কারও বিষয়ে এমন সন্দেহ হলে তার কাছে পরিচয়পত্র দেখতে চাইবে প্রক্টোরিয়াল বডি।' এর আগে রাত সাড়ে ১০টার পর ক্যাম্পাসে শিক্ষার্থীদের প্রবেশে গত সেপ্টেম্বরে নিষেধাজ্ঞা জারি করেছিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।