হালে পানি পাবে না ঐক্যফ্রন্ট: তথ্যমন্ত্রী

প্রকাশ | ১৮ অক্টোবর ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
বৃহস্পতিবার সচিবালয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ -যাযাদি
যাযাদি রিপোর্ট বুয়েট ছাত্র আবরার ফাহাদ হত্যাকান্ডের সমাধান হয়ে গেছে বলে দাবি করেছেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ। আর সমাধান হয়ে যাওয়া বিষয়টি নিয়ে জাতীয় ঐক্যফ্রন্ট মাঠে নামলে লাভবান হবে না বলে মনে করেন তিনি। বুয়েটছাত্র আবরার ফাহাদ হত্যার প্রতিবাদে ২২ অক্টোবর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করবে জাতীয় ঐক্যফ্রন্ট। এ বিষয়ে বৃহস্পতিবার সচিবালয়ে মন্ত্রী হাছান মাহমুদের প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে তিনি বলেন, 'মূলত ঐক্য ধরে রাখার চেষ্টাতেই এ সমাবেশ আহ্বান করা হয়েছে। অন্য কোনো কিছুর জন্য নয়। তবে আমি ঐক্যফ্রন্টকে বলব, যে ইসু্যর সমাধান হয়ে গেছে, তা নিয়ে মাঠে নেমে হালে পানি পাবে না।' আবরার হত্যার প্রতিবাদে গত ১৩ অক্টোবর ঐক্যফ্রন্ট ঢাকায় শোক শোভাযাত্রা করতে গিয়েও পারেনি পুলিশের বাধায়। ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ বলেন, ঐক্যফ্রন্টের মধ্যে প্রচন্ড অনৈক্য। আবরার ফাহাদের হত্যা নিয়ে একটু ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা করছে। ফাহাদের হত্যার পর সরকার ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যেসব পদক্ষেপ নিয়েছে এগুলোতে সন্তুষ্ট হয়ে শিক্ষার্থীরা আন্দোলন স্থগিতের ঘোষণা দিয়েছে। ঐক্যফ্রন্ট আবরার হত্যাকান্ড নিয়ে পানি ঘোলা করার চেষ্টা করছে জানিয়ে তিনি বলেন, 'আবরার হত্যাকান্ডের প্রতিবাদের জন্য নয়, বরং এ ইসু্যটি নিয়ে রাজনীতি করার স্বার্থেই এটি (সমাবেশ) করার চেষ্টা করছে, অন্য কোনো কিছু নয়। তাদের কোনো একটা ইসু্যর প্রয়োজন, কিন্তু পাচ্ছে না। সেজন্য কোনো একটি ইসু্য ধরে তারা ঐক্য ধরে রাখার চেষ্টা করছে।' উচ্চ কর দিতে হবে দেশে বিদেশি শিল্পী দিয়ে বিজ্ঞাপন নির্মাণের ক্ষেত্রে সরকার একটি নীতিমালা করবে জানিয়ে তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, 'এক্ষেত্রে (বিদেশি শিল্পী দিয়ে বিজ্ঞাপন তৈরি) অনেক বেশি ট্যাক্স (উচ্চ হারে কর) দিতে হবে।' বৃহস্পতিবার সচিবালয়ে দেশে টেলিভিশনের ক্যাবল নেটওয়ার্ককে ডিজিটাল পদ্ধতির আওতায় আনতে সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় সভার শুরুতে তথ্যমন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেন, 'আমাদের দেশে যারা বিজ্ঞাপন বানায়, তারা দেখা যাচ্ছে... আমাদের দেশের ছেলেমেয়েরা অনেক স্মার্ট আমাদের অনেক মডেল আছে বিশ্বমানের। আমাদের ছেলেমেয়েরা অনেক স্মার্ট এবং তারা অনেকেই বিশ্বমানের পর্যায়ে পরে। কিন্তু দেখা যায়, আমাদের দেশের ছেলেমেয়েদের দিয়ে বিজ্ঞাপন তৈরি না করে বিদেশের দ্বিতীয় গ্রেডের শিল্পী দিয়ে বিজ্ঞাপন বানানো হচ্ছে। যেটি সমীচীন নয়।' তথ্যমন্ত্রী বলেন, 'আপনারা জানেন যখন দেশে শুধু বিটিভি একটি মাত্র চ্যানেল ছিল, তখন বিটিভিতে ব্যাপক বিজ্ঞাপন প্রচারিত হতো। তখন বিদেশি কোনো শিল্পী দিয়ে যদি বিজ্ঞাপনচিত্র তৈরি করা হতো সেটার জন্য আলাদা এক্সটা ট্যাক্স দিতে হতো।'