ঢাকার সন্ত্রাসবিরোধী ট্রাইবু্যনালের পিপি জাহাঙ্গীরকে অব্যাহতি

প্রকাশ | ১৮ অক্টোবর ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
যাযাদি রিপোর্ট কর্তব্যে অবহেলা ও দায়িত্বহীন আচরণের জন্য ঢাকা জেলার সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইবু্যনালের বিশেষ সরকারি কৌঁসুলি (পাবলিক প্রসিকিউটর-পিপি) মো. জাহাঙ্গীর আলম চৌধুরীকে অব্যাহতি দেয়া হয়েছে। বৃহস্পতিবার জাহাঙ্গীর আলমকে অব্যাহতি দিয়ে আইন ও বিচার বিভাগের সলিসিটর অনুবিভাগ থেকে ঢাকা জেলা ম্যাজিস্ট্রেটের কাছে চিঠি পাঠানো হয়েছে। চিঠিতে বলা হয়, ঢাকা জেলার সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইবু্যনালে কর্মরত বিশেষ পাবলিক প্রসিকিউটর জাহাঙ্গীর আলম চৌধুরীকে কর্তব্যে অবহেলা এবং দায়িত্বহীন আচরণের জন্য দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান করা হলো। বৃহস্পতিবার থেকে এ আদেশ কার্যকর হবে বলেও চিঠিতে উলেস্নখ করা হয়েছে। এর আগে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম সাংবাদিকদের জাহাঙ্গীর আলমকে অব্যাহতি দেয়ার কথা জানিয়েছিলেন। তবে কোন কাজের মাধ্যমে জাহাঙ্গীর আলম কর্তব্যে অবহেলা এবং দায়িত্বহীন আচরণ করেছেন সেই বিষয়ে কিছু জানাতে পারেননি জনসংযোগ কর্মকর্তা।