সংবাদ সংক্ষপে

প্রকাশ | ১৮ অক্টোবর ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
সিলিন্ডার বিস্ফোরণে নারীসহ নিহত ২ যাযাদি ডেস্ক বন্দর নগরী চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় অ্যাম্বুলেন্সের সিলিন্ডার বিস্ফোরণে এক নারীসহ দুইজন নিহত হয়েছেন। একই ঘটনায় আরও চারজন দগ্ধ হয়েছেন। বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার চাতরী চৌমুহনী এলাকার শশী কমিউনিটি সেন্টার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল মাহমুদ এসব তথ্য নিশ্চিত করেছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, বাঁশখালী যাওয়ার সময় চৌমুহনী এলাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে অ্যাম্বুলেন্সে আগুন ধরে যায়। এতে দুইজন নিহত এবং তিনজন দগ্ধ হয়েছেন। তাৎক্ষণিকভাবে নিহত নারী-পুরুষের পরিচয় পাওয়া যায়নি। আহতদের মধ্যে তিনজনের নাম জানা গেছে। তারা হলেন- বুলবুল আক্তার ও তার স্বামী নিজাম উদ্দীন এবং সাহাব উদ্দিন। বাকি একজনের নাম জানা যায়নি। পানিতে ডুবে বৃদ্ধার মৃতু্য শাহরাস্তি (চাঁদপুর) সংবাদদাতা চাঁদপুরের শাহরাস্তিতে পানিতে ডুবে এক বৃদ্ধার মৃতু্য হয়েছে। বুধবার উপজেলার সূচীপাড়া দক্ষিণ ইউপির রাগৈ গ্রামে পানিতে ডুবে বৃদ্ধার মৃতু্য ঘটে। স্থানীয় সূত্র জানায়, ওই দিন সকালে সে গ্রামের মৃত আব্দুল হালিম পাটোয়ারীর বয়োবৃদ্ধ স্ত্রী আঞ্জুমান আরা খাতুন (৮৪) প্রতিদিনের ন্যায় রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। ভোররাতে তিনি ঘুম থেকে জেগে ফজরের নামাজ আদায় করে আবার ঘুমিয়ে পড়েন। পরে সকালে বাড়ির পূর্বপাশে পুকুরে গোসল করতে যান। সকাল ৮টা ৩০ মিনিটে পরিবারের সদস্যরা তাকে না দেখে, চারদিকে খোঁজাখুঁজি শুরু করে। একপর্যায়ে রুশু বেগম (৩০) তার শাশুড়িকে পুকুরে অচেতন অবস্থায় ভেসে থাকতে দেখে তার চিৎকারে স্বজনরা ছুটে আসে। পরে স্থানীয় ডাক্তার এসে তার মৃতু্য হয়েছে বলে নিশ্চিত হন। নৌকাডুবিতে কৃষি শ্রমিকের মৃতু্য পাবনা প্রতিনিধি পাবনার ঈশ্বরদীর পদ্মা নদীতে নৌকাডুবিতে নাসিম হোসেন (২১) নামের এক কৃষি শ্রমিকের মৃতু্য হয়েছে। বুধবার সন্ধ্যায় ঈশ্বরদী উপজেলার লক্ষ্ণীকুন্ডা ইউনিয়নের কামালপুর মোলস্নার ঘাট এলাকায় এ নৌকাডুবি হয়। পাকশী ইউনিয়ন পরিষদের সচিব মিজানুর রহমান খোকন জানান, বুধবার বিকালে পদ্মা নদীর চরে পেঁয়াজ চাষ করার কাজ শেষ করে প্রায় ৪০ জন কৃষি শ্রমিক একটি নৌকায় বাড়ি ফিরছিলেন। ঘাটে পৌঁছার কিছুক্ষণ আগে হঠাৎ নৌকাটি উল্টে গিয়ে নৌকার সব যাত্রী পানিতে ডুবে যায়। সবাই সাঁতরে পাড়ে উঠে এলেও নাসিম পানিতে ডুবে মারা যায়। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তার মরদেহ উদ্ধার করে স্থানীয় ডুবুরিরা। মৃত নাসিম উপজেলার সাহাপুর ইউনিয়নের বাবুলচারা গ্রামের আইনুল মলিস্নকের ছেলে। বৃদ্ধার বস্তাবন্দি লাশ উদ্ধার লক্ষ্ণীপুর প্রতিনিধি জেলার রায়পুর উপজেলার এক সাবেক পুলিশ সদস্যের স্ত্রীর বস্তাবন্দি লাশ উদ্ধার করা হয়েছে। নিহত বৃদ্ধা নারীর নাম মাফুজা খাতুন (৭০)। বৃহস্পতিবার সকালে কেরোয়া ইউনিয়নের মধ্য কেরোয়া গ্রামের মুন্সী বাড়ির সুপারি বাগান থেকে পুলিশ ওই লাশটি উদ্ধার করে। তার স্বামী মৃত বাহার উল্যা যশোর থানা থেকে পুলিশ কনস্টেবল পদে অবসরপ্রাপ্ত হন। তাদের দুই ছেলেসন্তান রয়েছে। রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তোতা মিয়া জানান, একটি সুপারির বাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়। যে কেউ তাকে শ্বাসরোধ করে হত্যা করে লাশ ফেলে রাখে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। গাছ থেকে পড়ে মৃতু্য আগৈলঝাড়া (বরিশাল) সংবাদদাতা বরিশালের আগৈলঝাড়ায় গাছ থেকে পড়ে একজনের মৃতু্য হয়েছে। জানা গেছে, বুধবার সন্ধ্যায় উপজেলার গৈলা ইউনিয়নের কালুপাড়া গ্রামের মৃত মহাদেব ঘোষের ছেলে ডাব বিক্রেতা লক্ষ্ণীকান্ত ঘোষ (৫৫) প্রতিদিনের মত নারকেল গাছে ডাব পাড়তে গিয়ে পা পিছলে নিচে পড়ে যান। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক ডা. বখতিয়ার আল মামুন লক্ষ্ণীকান্তকে মৃত ঘোষণা করেন। অজ্ঞাত মহিলার লাশ উদ্ধার মিরসরাই (চট্টগ্রাম) সংবাদদাতা চট্টগ্রামের মিরসরাই থানা পুলিশ অজ্ঞাত মহিলার (৪২) লাশ উদ্ধার করেছে। পুলিশ রোববার ভোর ৪টায় লাশটি মিরসরাই পৌর সদরের ওভারব্রিজ এলাকার চট্টগ্রামমুখী লেইন থেকে উদ্ধার করে। জানা গেছে, রোববার ভোরে পুলিশ অজ্ঞাত মহিলার লাশ উদ্ধার করে। লাশের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। অজ্ঞাত কোনো গাড়ির চালক ওই মহিলাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এ সময় ওই মহিলার মাথা ছিন্নভিন্ন্ন হয়ে যাওয়ায় তার মুখমন্ডল বিকৃত হয়ে যায়। লাশটির পরনে ছিল বেগুনি রঙের ছাপা মেকসি ও কালো পেটিকোট। নিহত মহিলা মানসিক ভারসাম্যহীন ছিল বলে স্থানীয়রা জানান। লাশের সুরতহাল শেষে প্রয়োজনীয় নমুনা সংগ্রহ করা হয়েছে। ঘটনায় পুলিশ বাদী হয়ে মিরসরাই থানায় একটি মামলা দায়ের করেছে।