ঢাবি 'ক' ও 'চ' ইউনিটের ভর্তির ফল আজ

প্রকাশ | ২০ অক্টোবর ২০১৯, ০০:০০

যাযাদি রিপোর্ট
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের বিজ্ঞান অনুষদভুক্ত 'ক' ইউনিট ও চারুকলা অনুষদভুক্ত 'চ' ইউনিটের প্রথম বর্ষ (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষার ফল আজ প্রকাশ করা হবে। এদিন দুপুর সাড়ে ১২টায় উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের কেন্দ্রীয় ভর্তি অফিসে আনুষ্ঠানিকভাবে এই দুই ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করবেন। এর আগে গত ১৩ অক্টোবর কলা অনুষদভুক্ত 'খ' ইউনিটের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ হয়। তাতে পাসের হার ছিল ২৩.৭২ শতাংশ। অকৃতকার্য ৭৬.২৮ শতাংশ পরীক্ষার্থী। উলেস্নখ্য, এ বছর 'ক' ইউনিটে ১৭৯৫টি আসনের জন্য ভর্তিচ্ছু আবেদনকারীর সংখ্যা ছিল ৮৮ হাজার ৯৫৫ জন। গত ২০ সেপ্টেম্বর 'ক' ইউনিট এবং গত ১৪ সেপ্টেম্বর 'চ' ইউনিটের সাধারণ জ্ঞান ও ২৮ সেপ্টেম্বর অংকন অংশের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রথম বর্ষ ভর্তির ওয়েবসাইট থেকে ফলাফল জানা যাবে।