এডিশ ঠেকাতে বাড়ি বাড়ি অভিযান শুরু

প্রকাশ | ২৬ জুন ২০১৮, ০০:০০ | আপডেট: ২৬ জুন ২০১৮, ১০:৫০

যাযাদি রিপোটর্
ধানমÐির সাতমসজিদ রোড এলাকায় সোমবার এডিশ মশার প্রজননস্থল শনাক্ত ও ধ্বংস করার কাযর্ক্রম উদ্বোধন করেন ডিএসসিসির মেয়র সাঈদ খোকন Ñযাযাদি
এডিশ মশার প্রজননস্থল শনাক্ত ও ধ্বংস করতে কাযর্ক্রম শুরু করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। সোমবার ১৫ দিনব্যাপী এই কাযর্ক্রমের উদ্বোধন করেন ডিএসসিসির মেয়র সাঈদ খোকন। সোমবার ধানমÐি সাতমসজিদ রোড এলাকায় এই কাযর্ক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি। এ সময় মেয়র বলেন, এই কাযর্ক্রম ১৫ দিন পযর্ন্ত চলবে। কমর্সূচির আওতায় ৫৭টি ওয়াডের্ই পরীক্ষামূলকভাবে এডিশ মশার প্রজননস্থল শনাক্তকরণ ও ধ্বংসকরণ কাযর্ক্রম চালানো হবে। মশার বংশ বিস্তার রোধে এসব প্রজননস্থল কিভাবে ধ্বংস করতে হয়, সেটাও শিখিয়ে দেয়া হবে এই কমর্সূচি থেকে। খোকন বলেন, ঢাকা দক্ষিণের নাগরিকদের ডেঙ্গু ও চিকুনগুনিয়ামুক্ত রাখার লক্ষ্যে গতবারের অভিজ্ঞতা কাজে লাগিয়ে এ বছরও কাযর্ক্রম গ্রহণ করা হলো। বাড়িতে বাড়িতে চালানো পরীক্ষামূলক এই প্রতিবেদনের আলোকে পরবতীর্ কাযর্ক্রম গ্রহণ করা হবে। করপোরেশনের কাযর্ক্রমের সঙ্গে নগরবাসী সম্পৃক্ত হলে এই কাজে সফলতা আসবে বলে আশা করা যায়। এডিশ মশা যেহেতু পরিষ্কার পানিতে জন্মায়, তাই ঘরের ভেতর এসি, ফ্রিজ ফুলের টবে জমে থাকা পানি এবং বাড়ির আঙিনা ও এর আশপাশে পড়ে থাকা পানির বোতল, ডাবের খোসা ইত্যাদি অপসারণে সবাইকে সচেতন হতে হবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিএসসিসির প্রধান নিবার্হী কমর্কতার্ খান মোহাম্মদ বিলাল, প্রধান স্বাস্থ্য কমর্কতার্ ব্রি. জে. শেখ সালাউদ্দীন, প্রধান বজর্্য ব্যবস্থাপনা কমর্কতার্ এয়ার কমোডর জাহিদ হোসন প্রমুখ।