বৈষম্য নিয়ে ভয় পেলে চলবে না: পরিকল্পনামন্ত্রী

প্রকাশ | ২১ অক্টোবর ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
যাযাদি রিপোর্ট পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, দেশে বৈষম্য বাড়ছে। এটা চিন্তার বিষয়। তবে এটি নিয়ে ভয় পেলে চলবে না। রোববার রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ ইনস্টিটিউট অব গভর্নেন্স অ্যান্ড ম্যানেজমেন্টের (বিআইজিএম) সরকারি ও বেসরকারি কর্মকর্তাদের জন্য আয়োজিত পলিসি এনালাইসিস কোর্সের সপ্তম ব্যাচের সেমিনার ও সনদ বিতরণী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। পরিকল্পনামন্ত্রী বলেন, একটি বিষয় নিয়ে আমাকে প্রায়ই শুনতে হয়, আমাদের বৈষম্য ও প্রবৃদ্ধি আয় বাড়ছে। মানুষের মাথাপিছু আয় বাড়ছে, কিন্তু বলা হচ্ছে যে- প্রচন্ডভাবে আমরা একটি বৈষম্যমূলক ব্যবস্থার দিকে যাচ্ছি। 'আমরা বোবা কানা না। আমরা দেখছি উন্নয়নের প্রাথমিক পর্যায়ে বৈষম্য দূর করা যাবে না। এটা কিছু সময় চলবে। তবে বৈষম্য বাড়ার কারণে চিন্তার বিষয় থাকলেও ভয় পাওয়ার বিষয় নেই। আগে যাদের নিছক খাবারের অভাব ছিল এখন তাদের খাবারের ব্যবস্থা করা হয়েছে। বৈষম্য মোকাবেলায় বিভিন্ন বিধি-বিধান খুঁজে বেড়ানো হচ্ছে। গ্রামীণ জনগোষ্ঠী ও অবকাঠামো খাতে আমরা ব্যয় করছি, শিক্ষাতে আমরা ব্যয় করছি। যেন বৈষম্য দূর করে সবাই একসঙ্গে এগোতে পারি। আমরা সবাইকে সঙ্গে নিয়ে কাজ করছি। তাই বিশ্বের সবাই বলছে- আমরা ভালো কাজ করছি।'