দেশে অসংক্রামক রোগের প্রথম বৈজ্ঞানিক কংগ্রেসের উদ্বোধন

প্রকাশ | ২১ অক্টোবর ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
যাযাদি রিপোর্ট বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) অসংক্রামক রোগের প্রথম বৈজ্ঞানিক কংগ্রেসের উদ্বোধন করা হয়েছে। রোববার সকালে বিএসএমএমইউ'র শহীদ ডা. মিলন হলে দেশের প্রথমবারের মতো দু'দিনব্যাপী বৈজ্ঞানিক এ কংগ্রেসের উদ্বোধন করা হয়। বিএসএমএমইউ ও আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশের (আইসিডিডিআরবি) যৌথ উদ্যোগে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. আসাদুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএসএমএমইউ'র উপাচার্য অধ্যাপক কনক কান্তি বড়ুয়া। আইসিডিডিআরবি'র ইনিশিয়েটিভ ফর নন কমিউনিকেবল ডিজিজের প্রধান ডা. আলিয়া নাহিদসহ সংশ্লিষ্ট অন্যান্য সরকারি অধিদপ্তরের কর্মকর্তা, সংশ্লিষ্ট বিজ্ঞানী, শিক্ষক ও গবেষকরা উপস্থিত ছিলেন। কংগ্রেসের কর্ডিনেটর ডা. নোশিন ফারজানা জানান, দু'দিনব্যাপী প্রথম সাইন্টিফিক কংগ্রেস অন নন-কমিউনিকেবল ডিজিজ'-এ হাইপারটেনশন ও কার্ডিওভাসকুলার ডিজিজ, বাংলাদেশে ডায়াবেটিস প্রতিরোধ, স্টোক ও অন্যান্য স্নায়বিক রোগ, মানসিক স্বাস্থ্য, দীর্ঘস্থায়ী কিডনি রোগ, রিউম্যাটোলজি ও পেশি সংশ্লিষ্ট ব্যাধি, দীর্ঘস্থায়ী শ্বাসজনিত রোগ, অনকোলজি এবং বাংলাদেশের এনসিডির প্রমাণ, প্রতিরোধ ও নিয়ন্ত্রণ পর গবেষণাপত্র উপস্থাপন করবেন।