সংবাদ সংক্ষপে

প্রকাশ | ২৩ অক্টোবর ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
ছেলের নির্যাতনে মায়ের আত্মহত্যা তিতাস (কুমিলস্না) সংবাদদাতা কুমিলস্নার তিতাসে ছেলের নির্যাতনের কারণে বিষপানে আত্মহত্যা করেছে মা। মঙ্গলবার ভোর সাড়ে ৫টায় উপজেলার কড়িকান্দি ইউনিয়নের বন্দরামপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত লতিফা বেগম (৫৭) মজিদপুর গ্রামের ছইন উদ্দিনের মেয়ে। স্থানীয় ওয়ার্ড মেম্বার আবুল কাশেম মুন্সি জানান, শাকিল সোমবার দুপুরে তার মাকে মারধর করলে সে আমার কাছে এসে ছেলের নির্যাতনের কথা বলে অভিযোগ করে। আমি শাকিলকে আমার কাছে পাঠানোর জন্য বলি। শাকিল বিষয়টি ভালোভাবে না নিয়ে আবার তার মাকে মারধর করে। সকালে জানতে পারি শাকিলের মা বিষ খেয়ে আত্মহত্যা করেছে। উলেস্নখ্য, শাকিলের মা তার বাবাকে ডিভোর্স দিয়ে কুমিলস্নার আবুল কাশেম নামে এক লোককে বিয়ে করার পর তাদের মধ্যে ঝগড়াঝাটি শুরু হয়। শাকিলকে ধরার জন্য পুলিশের অভিযান চলছে। জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ শাকিলের স্ত্রী জিয়াসমিনকে আটক করে থানা হেফাজতে রেখেছে। ইলিশ ধরায় ১৭ জনকে কারাদন্ড কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় পদ্মা নদীতে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে কারেন্ট জাল দিয়ে মা ইলিশ ধরার অপরাধে গ্রেফতারকৃত ১৭ জনকে এক বছর করে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এসময় জব্দকৃত ৫০ হাজার মিটার কারেন্ট জাল আগুন দিয়ে পুড়িয়ে দেন আদালত। \হভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, রাতে দন্ডপ্রাপ্তরা গোপনে নিষেধাজ্ঞা অমান্য করে নৌকায় করে কারেন্ট জাল দিয়ে মা ইলিশ ধরছিল। এমন সংবাদে রাতেই অভিযান পরিচালনা করে পুলিশ ও মৎস্য কর্মকর্তারা ১৭ জনকে গ্রেফতার করে। পরে সেখানেই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ইলিশ সংরক্ষণ আইনে তাদেরকে এক বছর করে কারাদন্ড দেওয়া হয়। এসময় তাদের কাছ থেকে জব্দকৃত ৫০ হাজার মিটার কারেন্ট জাল আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার আদেশ দেওয়া হয় এবং সেখানেই পুড়িয়ে কারেন্ট জাল ধ্বংস করা হয়। এছাড়াও দন্ডপ্রাপ্তদের কাছ থেকে ২টি নৌকা জব্দ করা হয়েছে। পরে দন্ডপ্রাপ্তদের কুষ্টিয়া জেলা কারাগারে প্রেরণ করা হয়। কুষ্টিয়ায় পুকুরে পড়ে নিহত ২ কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার খোকসায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের পুকুরে পড়ে দুই আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা আরও একজন আহত হয়েছেন। নিহতরা হ?লেন, কল্যাণপুর গ্রামের জিয়া (৪২) ও মাঝগ্রামের হাসান (৩২)। আহত হয়েছেন খোর্দবন গ্রামের শফি সরদার (৩৮)। স্থানীয়রা জানায়, সোমবার রাতে তিনজন সার্কাস দেখার উ?দ্দেশ্যে কুমারখালী থে?কে মোটরসাইকেল যো?গে পার্শ্ববর্তী রাজবাড়ীর জেলার পাংশা উপজেলার বাহাদুরপুরে যাচ্ছিলেন। সেখানে পৌঁছানোর পর নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলসহ ওই তিনজন রাস্তার পাশে পুকুরে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী জিয়া মারা যান। একজন?কে উদ্ধার করা গে?লেও মোটরসাইকেল চালক হাসান পুকুরে তলিয়ে যান। প?রে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে তার মরদেহ উদ্ধার করে। বাইকের ধাক্কায় ভ্যানচালক নিহত বাগেরহাট প্রতিনিধি বাগেরহাটের সড়কে মোটর সাইকেলের ধাক্কায় শেখ আব্দুর রব (৬০) নামে একজন দরিদ্র ভ্যান চালক নিহত হয়েছেন। এ সময় মোটর সাইকেল আরোহী ও আহত হন। পুলিশ জানায়, মঙ্গলবার বেলা পৌনে বারোটার দিকে সাইনবোর্ড-মোরেলগঞ্জ আঞ্চলিক মহাসড়কের কচুয়া উপজেলার চাঁন্দেরখোলা এলাকায় ব্যাটারিচালিত দুটি ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে এক ভ্যানের চালক শেখ আব্দুর রব রাস্তার উপর পড়ে যান। এ সময় মোরেলগঞ্জ থেকে বাগেরহাটের উদ্দেশ্যে আসা দ্রম্নতগামী অপর একটি মোটরসাইকেল ঘটনাস্থলে পৌঁছে নিয়ন্ত্রণ রাখতে না পেরে রাস্তার উপর পড়ে যাওয়া ওই ভ্যান চালককে সজোরে ধাক্কায় দেয়। এতে ভ্যান চালক ঘটনাস্থলেই নিহত হন এবং মোটরসাইকেল আরোহী আহত হয়। আহত আরোহীকে স্থানীয়রা উদ্ধার করে চিকিৎসার জন্য পাঠিয়েছে। তবে তার নাম-পরিচয় জানা যায়নি। ধর্ষণের ঘটনায় দুই যুবক গ্রেপ্তার যাযাদি ডেস্ক নারায়ণগঞ্জের বন্দরে এক পোশাক শ্রমিককে (১৭) ধর্ষণের ঘটনায় অভিযুক্ত দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযোগ সূত্রে জানা যায়, সোমবার কাজ শেষে বাড়ি ফেরার পথে সন্ধ্যায় ওই পোশাক শ্রমিককে মুখ চেপে বন্দরের খালপাড় এলাকার একটি পরিত্যক্ত ঘরে নিয়ে ধর্ষণ করে অভিযুক্তরা। ধর্ষণের অভিযোগে মঙ্গলবার দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে। এর আগে ধর্ষিতার মা বাদী হয়ে বন্দর থানায় ছগির (২২) ও আরমান (২০) নামে দুই যুবকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। গ্রেপ্তার ছগির বন্দরের কুড়িপাড়া এলাকার আব্দুল জলিলের ছেলে ও আরমান একই এলাকার মৃত আকবর আলীর ছেলে। পুকুরে ডুবে শিশুর মৃতু্য যাযাদি ডেস্ক নারায়ণগঞ্জের আড়াইহাজারে পুকুরের পানিতে ডুবে সিফাত উলস্নাহ নামে দেড় বছরের এক শিশুর মৃতু্য হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার হাইজাদী ইউনিয়নের বলস্নভদী কান্দা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সিফাত উলস্নাহ বলস্নভদী কান্দা গ্রামের মোমেন মিয়ার ছেলে। স্বজনদের বরাত দিয়ে আড়াইহাজার স্বাস্থ্য কেন্দ্রের জরুরি বিভাগের চিকিৎসক কামাল হোসেন জানান, দুপুরে ১টা থেকে শিশু সিফাত উলস্নাহকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। অনেক খোঁজার পর বিকেল ৩টায় বাড়ির পাশে পুকুরে ভাসমান অবস্থায় দেখতে পেয়ে শিশুটি উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন স্বজনরা। কিন্তু হাসপাতালে নিয়ে আসার আগেই শিশুটি মারা গেছে।