বিটিসিএলের ডিজিএম হাম্মাদকে ৫ ঘণ্টা দুদকে জিজ্ঞাসাবাদ

প্রকাশ | ০১ নভেম্বর ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
যাযাদি রিপোর্ট দুর্নীতির অভিযোগে বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) উপমহাব্যবস্থাপক (ডিজিএম) হাম্মাদ মুজিব রূপনকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বেলা ৩টা পর্যন্ত ৫ ঘণ্টা তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। দুদকের উপপরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য্য এই তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, হাম্মাদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন, বিদেশে অর্থপাচার ও ঘুষ লেনদেনে জড়িত থাকার অভিযোগ আছে। জিজ্ঞাসাবাদের বিষয়ে জানতে যোগাযোগ করা হলে হাম্মাদ বলেন, বিটিসিএলের কিছু বিষয়ে কথা বলতে দুদকে ডাকা হয়েছিল। তার কোনো দুর্নীতির বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, 'সেরকম কোনো বিষয় নাই।'