হাজারীবাগে গণধর্ষণের শিকার নারী শ্রমিক, আটক ৩

প্রকাশ | ০৩ নভেম্বর ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
যাযাদি রিপোর্ট রাজধানীর হাজারীবাগে একটি নির্মাণাধীন ভবনে এক নারী শ্রমিক গণধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ। আটক তিনজন হলো- রনি (২১) নাজির (২০) ও সাগর (২১)। শনিবার হাজারীবাগ থানার ওসি মো. ইকরাম আলী মিয়া জানান, ১৮ বছরের এক তরুণীর সঙ্গে রনি নামে এক ছেলের পরিচয় সূত্রে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ওই তরুণী হাজারীবাগ এলাকার একটি কারখানায় চাকরি করেন। তিনি আরও জানান, শুক্রবার রাত ৯টার দিকে রনি মেয়েটিকে হাজারীবাগ বালুরমাঠ কামাল সদর রোড এলাকার একটি নির্মাণাধীন ভবনে নিয়ে যায়। সেখানে গিয়ে রনি মেয়েটিকে ধর্ষণ করে। এর পরপরই রনির সঙ্গে থাকা তার বন্ধু নাজির তাকে ধর্ষণ করে। দুই বন্ধু ধর্ষণের পর পাহারায় থাকা আরেক বন্ধু সাগর ধর্ষণ করতে গেলে মেয়েটির সঙ্গে ধস্তাধস্তি হয়। একপর্যায়ে সাগর মেয়েটিকে ধাক্কা দিয়ে ফ্লোরে ফেলে দেয়। এর পরপরই তিনজন ঘটনাস্থল থেকে দ্রম্নত পালিয়ে যায়। ওই তরুণীর কান্না শুনে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে যায় এবং থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশ মেয়েটিকে উদ্ধার করে। তরুণীর অভিযোগের পরিপ্রেক্ষিতে রাতেই অভিযান চালিয়ে ওই তিনজনকে আটক করা হয়। ওসি আকরাম আলী জানান, আটক দুজন রনি ও নাজির ধর্ষণের কথা প্রাথমিকভাবে স্বীকার করেছে। সাগর বলেছে সে পাহারায় ছিল। ভিকটিম নিজেই বাদী হয়ে থানায় একটি অভিযোগ করেছেন। এই অভিযোগের ভিত্তিতে মামলা প্রক্রিয়াধীন। এ মামলায় তিনজনকে গ্রেপ্তার দেখানো হবে। ওই তরুণীর শারীরিক পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠানো হয়েছে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা।