চট্টগ্রামে আগাম টিকিটের লাইনে দুভোর্গ

প্রকাশ | ১১ আগস্ট ২০১৮, ০০:০০

যাযাদি রিপোটর্
ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন থাকায় ঈদের অগ্রিম টিকিট বিক্রির তৃতীয় দিনে দীঘর্ সময় ভোগান্তি পোহাতে হয়েছে চট্টগ্রাম রেল স্টেশনে রাত থেকে অপেক্ষায় থাকা টিকিটপ্রত্যাশীদের। কথা ছিল শুক্রবার সকাল ৮টায় কাউন্টার খুলে টিকিট বিক্রি শুরু হবে। কিন্তু ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন থাকায় সাভার্র জটিলতার কারণে সকাল ৯টা ৪০ মিনিটের দিকে টিকিট বিক্রি শুরু করে রেল কতৃর্পক্ষ। এর মধ্যে লাইন দীঘর্ হতে হতে কাউন্টারের সামনের অংশ পার হয়ে স্টেশন প্রাঙ্গণের বাইরে ছাড়িয়ে যায়। বৃহস্পতিবার মধ্যরাত থেকে লাইনে দঁাড়ানো টিকিটপ্রত্যাশীরা পড়েন চরম ভোগান্তিতে। লাইনে দঁাড়িয়ে অপেক্ষায় থাকা অনেক টিকিটপ্রত্যাশীকে ক্লান্ত হয়ে মাটিতে বসে পড়তে দেখা যায়। আবার লাইনে দঁাড়ানো কেউ কেউ উত্তেজিত হয়ে ক্ষোভ প্রকাশ করছিলেন। পতেঙ্গা থেকে টিকিট কিনতে আসা বেসরকারি প্রতিষ্ঠানের কমর্চারী রাকিবুল বলেন, ‘ভোর রাতে লাইনে দঁাড়িয়েছি। ইন্টারনেট লাইন যে কাটা পড়েছে সেটা জেনেই তাদের আগে থেকে ব্যবস্থা নেয়া দরকার ছিল।