দুর্নীতি মামলায় হাইকোর্টে লতিফ সিদ্দিকীর জামিন

প্রকাশ | ০৫ নভেম্বর ২০১৯, ০০:০০

যাযাদি রিপোর্ট
দুর্নীতির মামলায় সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীকে জামিন দিয়েছে হাইকোর্ট। বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি এ কে এম জহিরুল হকের হাইকোর্ট বেঞ্চে সোমবার তাকে ছয় মাসের জামিন দেয়। এর ফলে সাবেক এই আওয়ামী লীগ নেতার কারামুক্তিতে বাধা থাকল না বলে তার আইনজীবীরা জানিয়েছেন। আদালতে লতিফ সিদ্দিকীর পক্ষে শুনানি করেন আইনজীবী মনসুরুল হক চৌধুরী, জেয়াদ আল মালুম ও শাহ মঞ্জুরুল হক। দুর্নীতি দমন কমিশনের পক্ষে ছিলেন আইনজীবী খুরশীদ আলম খান। দুদক আইনজীবী পরে সাংবাদিকদের বলেন, হাইকোর্টের দেওয়া জামিন আদেশ স্থগিতের জন্য আপিল বিভাগের চেম্বার আদালতে আবেদন করবেন তারা। গত ৭ জুলাই এ মামলায় লতিফ সিদ্দিকীর জামিন প্রশ্নে চার সপ্তাহের রুল জারি করে বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কে এম হাফিজুল আলমের হাইকোর্ট বেঞ্চ। কিন্তু এর শুনানি না করার সিদ্ধান্ত নিয়ে গত ২২ অগাস্ট আবেদন ফিরিয়ে নেন লতিফ সিদ্দিকীর আইনজীবী। পরে গত ২৪ সেপ্টেম্বর হাইকোর্টে আবার জামিন আবেদন করেন লতিফ সিদ্দিকী। বিচারপতি সহিদুল করিম ও বিচারপতি মো. রিয়াজ উদ্দিন খানের হাইকোর্ট বেঞ্চ গত ১ অক্টোবর জামিন না দিয়ে রুল জারি করতে চাইলে আবার আবেদনটি ফেরত নেন তার আইনজীবীরা। ওই আবেদনটিই সম্প্রতি বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি এ কে এম জহিরুল হকের হাইকোর্ট বেঞ্চে উপস্থাপন করা হয়; যার ওপর শুনানি শেষে ছয় মাসের জামিন হলো লতিফ সিদ্দিকীর।