ঢাকা লিট ফেস্ট শুরু হচ্ছে কাল

প্রকাশ | ০৬ নভেম্বর ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
যাযাদি রিপোর্ট আট বছর আগে যাত্রা শুরু হয়েছিল 'হে উৎসব' নামে। পরে এ উৎসবের নাম হয় ঢাকা লিট ফেস্ট। বাংলাকে বিশ্বমঞ্চে তুলে ধরার প্রত্যয়ে এবং দেশের সাহিত্যপ্রেমীদের বিশ্বের খ্যাতনামা সাহিত্যিক-চিন্তাবিদদের সঙ্গে পরিচয় করিয়ে দিতে বছর ঘুরে আবারও বসছে লিট ফেস্টের আসর। মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ঢাকা লিট ফেস্টের আয়োজকেরা এসব তথ্য জানান। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা লিট ফেস্টের পরিচালক সাদাফ সায্‌?, টাইটেল স্পন্সর বাংলা ট্রিবিউনের সম্পাদক জুলফিকার রাসেল, ঢাকা ট্রিবিউনের সম্পাদক জাফর সোবহান, পস্নাটিনাম স্পন্সর সিটি ব্যাংকের এমডি মাসরুর আরেফিন প্রমুখ। সংবাদ সম্মেলনের শেষ পর্যায়ে অংশ নেন ঢাকা লিট ফেস্টের পরিচালক কাজী আনিস আহমেদ এবং আহসান আকবর। সাদাফ বলেন, আগামী ৭-৯ নভেম্বর (বৃহস্পতিবার-শনিবার) অনুষ্ঠিত হতে যাওয়া এ সাহিত্য উৎসবে পাঁচটি মহাদেশের ১৮টি দেশ থেকে শতাধিক বিদেশি এবং দুই শতাধিক বাংলাদেশি সাহিত্যিক, লেখক, গবেষক, সাংবাদিক, রাজনীতিক অংশ নেবেন। দেশি-বিদেশি অতিথিদের সঙ্গে সরাসরি সাহিত্যসহ সমাজের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা-পর্যালোচনার সুযোগ পাবেন দর্শনার্থীরা। তিন দিনের এ আয়োজনে ভারতীয় রাজনীতিক শশী থারুর, কথাসাহিত্যিক উইলিয়াম ডালরিম্পল প্রমুখ। দুই বাংলার জনপ্রিয় লেখক শংকরও আসছেন এবারের উৎসবে। বৃহস্পতিবার সকালে উৎসবের উদ্বোধন করবেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ এবং ম্যানবুকার পুরস্কারের মনোনয়নপ্রাপ্ত সাহিত্যিক মনিকা আলী। উৎসবে যোগ দেবেন বাংলাদেশের জনপ্রিয় কথাসাহিত্যিক সৈয়দ মনজুরুল ইসলাম, ইমদাদুল হক মিলন, শাহীন আখতার, আসাদ চৌধুরী, রুবী রহমান, সেলিনা হোসেন প্রমুখ।