আবরার হত্যার প্রতিবাদে ঐক্যফ্রন্টের স্বাক্ষর সংগ্রহ কর্মসূচি শুরু

প্রকাশ | ০৭ নভেম্বর ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
যাযাদি রিপোর্ট বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবরার ফাহাদ হত্যার প্রতিবাদে 'রক্তের অক্ষরে শপথের স্বাক্ষর' কর্মসূচির শুরু করেছে জাতীয় ঐক্যফ্রন্ট। বুধবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে ফ্রন্টের শরিক জেএসডি সভাপতি আ স ম আবদুর রব লাল কালিতে স্বাক্ষর করে কর্মসূচির সূচনা করেন। এরপর গণফোরামের নির্বাহী সভাপতি অধ্যাপক আবু সাইয়িদ, সাধারণ সম্পাদক রেজা কিবরিয়াও একটি বড় পলিথিন সিটে স্বাক্ষর করেন। আ স ম আবদুর রব বলেন, 'আবরার হত্যার এখনো বিচার শুরু হয়নি। গতকাল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্র-শিক্ষকদের অত্যাচার-নির্যাতন করা হয়েছে, বিশ্ববিদ্যালয় বন্ধ করে দেওয়া হয়েছে। রাজশাহী পলিটেকনিক কলেজের অধ্যক্ষকে ছাত্রলীগের গুন্ডারা পুকুরে ফেলে দিয়েছে। 'ছাত্রলীগের গুন্ডামি বন্ধ করতে হবে। এটা এখন ছাত্রলীগ নাই, গুন্ডালীগে পরিণত হয়েছে, টর্চার লীগে পরিণত হয়েছে, হাতুড়ি লীগে পরিণত হয়েছে। এই সরকার জনগণের অধিকার ও স্বাধীনতা হরণ করেছে। গুন্ডামি দিয়ে এই সরকার টিকে থাকতে পারবে না।' তিনি বলেন, 'সারা বাংলাদেশের স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়-মাদ্রাসাসহ জেলা-উপজেলা সব স্তরের মানুষের কাছ থেকে এই স্বাক্ষর সংগ্রহ করে আমরা ঢাকার সংসদ ভবনের দক্ষিণ পস্নাজায় লক্ষ লক্ষ মানুষের স্বাক্ষর সংবলিত প্রতিবাদ জমা দেব। প্রত্যেকটা দূতাবাস ও আন্তর্জাতিক সংস্থার অফিসেও এই স্বাক্ষরের কপি আমরা জমা দেব।' রব জানান, ফ্রেন্টের নেতা কামাল হোসেন অসুস্থ থাকায় মতিঝিলে নিজের চেম্বারে বসে এই কর্মসূচিতে নিজে স্বাক্ষর করেছেন। সরকারের কঠোর সমালোচনা করে তিনি বলেন, 'লেবাননে গণ-আন্দোলনে সরকারকে বিদায় নিতে হয়েছে। এই সরকারকেও গণ-আন্দোলনে বিদায় নিতে হবে।' এই স্বাক্ষর কর্মসূচিতে গণফোরামের আমসা আমিন, মহসিন রশিদ, বিকল্পধারার নুরুল আমিন ব্যাপারী, শাহ আহমেদ বাদলসহ ঐক্যফ্রন্টের নেতারা উপস্থিত ছিলেন।