চবির ডি ইউনিটে ভর্তি পরীক্ষার ফল ঘোষণা

প্রকাশ | ০৯ নভেম্বর ২০১৯, ০০:০০

যাযাদি ডেস্ক
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষে 'ডি' ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়েছে। এ ইউনিটে পাসের হার ৩৪ শতাংশ। অর্থাৎ ১৫ হাজার ২৫৫ জন শিক্ষার্থী পাস করেছেন। পরীক্ষায় অংশগ্রহণ করেন ৪৪ হাজার ৮৬৮ জন শিক্ষার্থী। বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এ ফলাফল প্রকাশ করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ডি ইউনিটের কো-অর্ডিনেটর ও শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক ড. আব্দুলস্নাহ আল ফারুক। এর আগে গত ২৮ অক্টোবর দুই শিফটে 'ডি' ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হয়। ওইদিন ন্যাশনাল কারিকুলামের (ইংরেজি মাধ্যম) শিক্ষার্থীদের প্রশ্নপত্র ছাপানোর বিষয়ে ত্রম্নটির কারণে ফলাফল প্রকাশ স্থগিত করে কর্তৃপক্ষ। গত ৬ নভেম্বর ন্যাশনাল কারিকুলামের ২০৭ জন শিক্ষার্থীর অংশগ্রহণে পুনঃপরীক্ষা অনুষ্ঠিত হয়। প্রসঙ্গত, ডি ইউনিটে আবেদন করেন ৫২ হাজার ৯১৭ জন শিক্ষার্থী। পরীক্ষায় অনুপস্থিত ছিলেন ৮ হাজার ৪৯ জন।