পাওনা আমানত ফেরতের দাবিতে মানববন্ধন

প্রকাশ | ১০ নভেম্বর ২০১৯, ০০:০০

যাযাদি রিপোর্ট
আজিজ কো-অপারেটিভ কমার্স অ্যান্ড ফাইন্যান্স ক্রেডিট সোসাইটি লিমিটেডের ১১ হাজার আমানতকারীর ৩০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে মানববন্ধন, সমাবেশ ও অবস্থান কর্মসূচি পালন করেছে 'আমানতকারী স্বার্থ সংরক্ষণ আহ্বায়ক কমিটি'। শনিবার বেলা সাড়ে ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময়, মানববন্ধনে প্রতিষ্ঠানটির বর্তমান চেয়ারম্যান কারাবন্দি এম. তাজুল ইসলাম গংদের বিরুদ্ধে যথাযথ আইনি ও প্রশাসনিক কার্যক্রম গ্রহণ এবং পাওনা আদায়ের জন্য সংশ্লিষ্ট মহলকে অবহিত করার আহ্বান জানান সমাবেশকারীরা। কর্মসূচিতে সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক এস এম হারুনর রশীদ। এতে আরও বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা রফিকুল আলম রানা, মো. নূর নবী ও বাহার। তারা জানান, ১১ হাজার আমানতকারীর জীবনের শেষ সম্বল পেনশনের টাকা জমা রেখেছিল প্রতিষ্ঠানটি। জমা টাকার লভ্যাংশ দিয়েই তাদের সংসার চলত। তাজুল গংদের দুর্নীতির শিকার অসহায় মানুষগুলো সব টাকা হারিয়ে এখন ভিখারিতে পরিণত হয়েছে। সমাবেশে জানানো হয়, ১৬ নভেম্বর (শনিবার) সকাল ১০টায় জাতীর প্রেসক্লাবের সামনে আবার অবস্থান কর্মসূচি পালন করবেন তারা। এর আগে, আজিজ কো-অপারেটিভ কমার্স অ্যান্ড ফাইন্যান্স ক্রেডিট সোসাইটি লিমিটেডের বিভিন্ন অনিয়ম, দুর্নীতি তুলে ধরে সমবায় অধিদপ্তরের নিবন্ধন ও মহাপরিচালক বরাবর স্মারকলিপি দিয়েছে 'আমানতকারী স্বার্থ সংরক্ষণ আহ্বায়ক কমিটি'।