ভূমি অফিসের বড় মিয়াদের জ্বালায় অতিষ্ঠ জনগণ: ভূমিমন্ত্রী

প্রকাশ | ১৫ নভেম্বর ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
যাযাদি রিপোর্ট ভূমি অফিসে অনেক ভালো এসিল্যান্ড এলেও এখনো তহসিলদার (বড়মিয়া)-দের জ্বালায় সেবা গ্রহীতারা অতিষ্ঠ বলে মন্তব্য করেছেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী। তিনি বলেন, মাঠ পর্যায়ে অনেকগুলো অভিযোগ পাচ্ছি। সমস্যা হচ্ছে তহসিলদার (বড় মিয়া)। এই বড় মিয়া যে কোনদিন ছোট মিয়া হয়ে যায় সেই চিন্তায় আছি। এজন্য মানুষকে সেবা দেবেন, সেবার মন-মানসিকতা রাখবেন, অহেতুক মানুষকে কষ্ট দেবেন না। আপনাদের অধীনস্থ যারা আছেন এসিল্যান্ড, সার্ভেয়ার, কাননগো ও জরিপ তাদেরও জবাবদিহির আওতায় আনা হয়েছে বলে জানান তিনি। বৃহস্পতিবার সচিবালয়ে ভূমি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে মন্ত্রণালয়ের সার্বিক কার্যক্রম পর্যালোচনাবিষয়ক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ সময় ভূমিসচিব মাকসুদুর রহমান পাটওয়ারীসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ভূমিমন্ত্রী বলেন, সরকারের যারা আছে তারা প্রজাতন্ত্রের কর্মকর্তা। অর্থাৎ জনগণের জন্য কাজ করেন। কিন্তু আমরা কি জনগণের জন্য কাজ করছি? জনগণকে কি সেবা দিচ্ছি, না জনগণকে দুর্ভোগ দিচ্ছি? নিজেদের এই বিষয়টি বিবেচনা করতে হবে। তবে রাতারাতি কোনো কিছু করতে আমি বলব না। কিন্তু একটা নির্ধারিত সময়ের মধ্যে করতে হবে। এটাও ঠিক যারা আপনাদের কাছে আসে, অনেকে একটু অধৈর্য্য, অনেকে হয়তো একটু ক্ষমতা দেখাতে চায়। তাদের ভালো ব্যবহার দিয়ে, সুন্দর সার্ভিস দিয়ে সঠিকভাবে হ্যান্ডেল করে সম্পন্ন করা আপনাদের দায়িত্ব। তিনি বলেন, সমস্যা যেখানে সবচেয়ে বেশি হচ্ছে। তাহলে অধিগ্রহণের এলাকায়। চট্টগ্রামসহ বিভিন্ন এলাকায়। অধিগ্রহণ নিয়ে মানুষের ভোগান্তি হচ্ছে। মন্ত্রণালয় থেকে বারবার নির্দেশনা দেয়া হচ্ছে। এসব নির্দেশনাগুলো পড়ে কাজ সম্পন্ন করা উচিত। না বোঝার কিছু থাকলে মন্ত্রণালয়ে ফোন দিয়ে বুঝে নেয়ার পরামর্শ দেন তিনি।