পানি ময়লা কাদা মাটিতেই চলছে ড্রেন ঢালাই

প্রকাশ | ১৬ নভেম্বর ২০১৯, ০০:০০

যাযাদি রিপোর্ট
রাজধানীর আগারগাঁওয়ে পানি, ময়লা ও কাদামাটির মধ্যেই চলছে ড্রেনের ঢালাইকাজ। এতে ক্ষোভ প্রকাশ করছেন স্থানীয়রা। শুক্রবার সকালে দেখা যায়, বিএনপি বাজার মোড়ে পানি, ময়লা ও কাদাভর্তি ড্রেনে প্রথমে ইট বিছানো হচ্ছে। এরপর তাতেই রড-সিমেন্ট দিয়ে ঢালাই করা হচ্ছে। এক কথায়, বিএনপি বাজারঘেঁষা পুরো ড্রেনের কাজ ময়লা পানির মধ্যেই করা হচ্ছে। জানা গেছে, আগারগাঁও এলাকায় রাস্তা প্রসারিত করা হচ্ছে। কোথাও ১০০ ফুট, কোথাও আবার দেড়শ ফুট। এর মধ্যে আগারগাঁওয়ের ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্স ও হাসপাতাল থেকে বিজ্ঞান জাদুঘর পর্যন্ত ১০০ ফিট সড়কের নির্মাণকাজ চলমান। এছাড়া সড়ক নির্মাণের পাশপাশি দু'পাশে ড্রেনেজ ব্যবস্থাপনার কাজও চলছে। পানি-ময়লার মধ্যে ইট ফেলা প্রসঙ্গে সেখানকার শ্রমিক শাহাবুদ্দিন বলেন, 'আমাদের যেভাবে বলা হচ্ছে, সেভাবে করছি। ফোরম্যান ভালো বলতে পারবেন কাজ সম্পর্কে।' এ বিষয়ে জানতে চাইলে ফোরম্যান মোহাম্মদ খোকন বলেন, 'বিএনপি বাজারের ড্রেন দিয়ে পানি, কাদা আসলে আমরা কী করব। কেউ কথা শুনছে না। তাই পানির মধ্যেই ঢালাই কাজ করা হচ্ছে।' নাম প্রকাশে অনিচ্ছুক এক নির্মাণশ্রমিক বলেন, যেকোনো ঢালাইয়ের নিচে পানি বা কাদা থাকা যাবে না। পানি, কাদা ঢালাইয়ের শত্রম্ন। কয়েক মাস না যেতেই পানি ও কাদা ঢালাইয়ের শক্তি নষ্ট করে ফেলবে। এর কয়েকদিন পরেই ঢালাই ধসে যাবে। এ প্রসঙ্গে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) নির্বাহী প্রকৌশলী (পুর-অঞ্চল-৫) ফারুক হাসান মোহাম্মদ আল মাসুদ বলেন, নির্মাণকাজ সরেজমিনে পরিদর্শন করে এখনই ব্যবস্থা নেওয়া হবে।