বাসচাপায় কৃষ্ণার পা হারানোর ঘটনায় হেলপার বাচ্চু গ্রেপ্তার

প্রকাশ | ১৭ নভেম্বর ২০১৯, ০০:০০

যাযাদি রিপোর্ট
বাচ্চু মিয়া
রাজধানীর বাংলামোটরে বাসচাপায় বিআইডবিস্নউটিসি কর্মকর্তা কৃষ্ণা রায় চৌধুরীর পা হারানোর ঘটনায় পলাতক আসামি হেলপার মো. বাচ্চু মিয়াকে (১৮) গ্রেপ্তার করেছে পুলিশ বু্যরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। শুক্রবার রাতে পিবিআই ঢাকা মেট্রোর (উত্তর) একটি বিশেষ টিম অভিযান পরিচালনা করে পলাতক বাচ্চু মিয়াকে ময়মনসিংহ জেলার গৌরিপুর থানা এলাকা হতে গ্রেপ্তার করে। পিবিআই ঢাকা মেট্রোর (উত্তর) বিশেষ পুলিশ সুপার মো. বশির আহমেদ জানান, বিআইডবিস্নউটিসির সহ-ব্যবস্থাপক (অর্থ) কৃষ্ণা রায় গত ২৭ আগস্ট দুপুর পৌনে ২টার দিকে বাংলামোটর ওভার ব্রিজের নিচে এমএইচকে ভবনের পশ্চিম পাশের ফুটপাত দিয়ে হেঁটে কাওরান বাজারের দিকে ব্যাংকে যাচ্ছিলেন। ওই সময় কাওরান বাজারের দিক হতে বাংলামোটরের দিকে বেপরোয়া গতিতে আসা ট্রাস্ট ট্রান্সপোর্ট সার্ভিসেস লিমিটেডের ঢাকা মেট্রো-ব-১১-৯১৪৫ বাসটি ফুটপাতের উপরে উঠে যায়। এতে তিনি গুরুতর আহত হন। ওই ঘটনায় কৃষ্ণার স্বামী রাধে শ্যাম চৌধুরী বাদী হয়ে ঢাকা মেট্রো ব-১১-৯১৪৫ বাসের মালিক, চালক ও হেলপারের বিরুদ্ধে বেপরোয়া গতিতে গাড়ি চালিয়ে মারাত্মকভাবে আহত করার অপরাধে ২৮ আগস্ট হাতিরঝিল থানায় মামলা দায়ের করেন। মামলা নং-৩৭। বিষয়টি গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচিত হওয়ায় সারাদেশে চাঞ্চল্য সৃষ্টি হয়। ওই ঘটনায় পিবিআই ডিআইজি বনজ কুমার মজুমদারের তত্ত্বাবধানে ও পিবিআই, ঢাকা মেট্রোর (উত্তর) উপ-পুলিশ পরিদর্শক মো. আল-আমিন শেখের নেতৃত্বে একটি টিম তথ্য প্রযুক্তির সহায়তায় হেলপার বাচ্চু মিয়ার অবস্থান শনাক্ত করে শুক্রবার রাতে ময়মনসিংহ জেলার গৌরিপুর থানা এলাকা হতে তাকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে দায়েরকৃত মামলায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। এর আগে গত ২ সেপ্টেম্বর রাজধানীর কাজীপাড়া থেকে পুলিশ বু্যরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) ঢাকা মেট্রো উত্তরের একটি দল ট্রাস্ট পরিবহণের ঘাতক বাসটির (ঢাকা মেট্রো-ব-১১-৯১৪৫) চালক মোরশেদকে গ্রেপ্তার করে।