কৃষ্ণা রানীর পা হারানোর ঘটনায় হেলপারের জামিন

প্রকাশ | ১৮ নভেম্বর ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
যাযাদি রিপোর্ট রাজধানীর বাংলামোটর এলাকায় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহণ করপোরেশনের (বিআইডবিস্নউটিসি) কর্মকর্তা কৃষ্ণা রানী চৌধুরীর বাসচাপায় পা হারানোর ঘটনায় হেলপার বাচ্চু মিয়ার (১৮) জামিন মঞ্জুর করেছে আদালত। রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নিভানা খায়ের জেসি তার জামিন মঞ্জুর করেন। গত ১৫ নভেম্বর রাত ৮টার দিকে বাচ্চুকে ময়মনসিংহ থেকে গ্রেপ্তার করে পুলিশ বু্যরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। শ?নিবার তাকে আদালতে হাজির করে কারাগারে পাঠানোর আবেদন করে পুলিশ। আর আসামিপক্ষ জামিনের আবেদন করে। আদালত জামিনের বিষয়ে শুনানির জন্য রোববার দিন ধার্য করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেয়। সে অনুযায়ী এদিন শুনানি শেষে আদালত তার জামিন মঞ্জুর করে। গত ২৭ আগস্ট বাংলামোটর এলাকায় ফুটপাত দিয়ে যাওয়ার সময় ট্রাস্ট পরিবহণের একটি যাত্রীবাহী বাসচাপায় পা হারান কৃষ্ণা রায়। তিনি বিআইডবিস্নউটিসির হিসাব বিভাগের কর্মকর্তা। এ ঘটনার পরদিন রাজধানীর হাতিরঝিল থানায় মামলা করে বিআইডবিস্নউটিসি কর্তৃপক্ষ। এতে আসামি করা হয়েছে বাসের মালিক, চালক ও হেলপারকে। গত ১ সেপ্টেম্বর মামলার প্রধান আসামি বাসচালক মোরশেদকে গ্রেপ্তার করে পিবিআই।