রাষ্ট্রপতির আগমনে চবি ছাত্রলীগের অবরোধ শিথিল

প্রকাশ | ০৩ ডিসেম্বর ২০১৯, ০০:০০

চবি প্রতিনিধি
আগামী ৫ ডিসেম্বর চট্টগ্রাম বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) চতুর্থ সমাবর্তনে যোগ দিতে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ চট্টগ্রামে আসবেন। এ উপলক্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রলীগের একাংশের ডাকা অনির্দিষ্টকালের অবরোধ শিথিল করা হয়েছে। এর আগে রোববার রাতে দুই ছাত্রলীগ নেতাকে কোপানোর মদদদাতাদের গ্রেপ্তার ও স্থায়ী বহিষ্কার দাবিতে ডাকা ছাত্রলীগের একাংশ অনির্দিষ্টকালের অবরোধের ডাক দেয়। তাপস স্মৃতি সংসদের প্রধান উপদেষ্টা ও শাখা ছাত্রলীগের সভাপতি রেজাউল হক রুবেল বলেন 'রাষ্ট্রপতির চট্টগ্রাম  আগমন উপলক্ষে আমাদের অনির্দিষ্টকালের অবরোধ শিথিল করা হয়েছে। আমরা প্রশাসনকে তিন দিনের সময় দিয়েছি। অন্যথায় কঠোর আন্দোলনে যাব।' এদিকে অবরোধের প্রথম দিন ক্যাম্পাস থেকে নগরীর উদ্দেশে শিক্ষক বাস ছেড়ে না যাওয়ায় বেশ কয়েকটি বিভাগের পূর্ব ঘোষিত পরীক্ষা স্থগিত করা হয়েছে। অন্যদিকে, শাটল ট্রেন চলাচল স্বাভাবিক থাকলেও শিক্ষার্থীদের উপস্থিতি ছিল কম।