চট্টগ্রামে নিখোঁজ দুই শিশুর লাশ মিলল দীঘিতে

প্রকাশ | ০৬ ডিসেম্বর ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
যাযাদি ডেস্ক চট্টগ্রামের আগ্রাবাদ এলাকায় দীঘি থেকে দুই শিশুর লাশ উদ্ধার করা হয়েছে, যাদের খোঁজে থানায় জিডি করেছিল পরিবার। বৃহস্পতিবার সকালে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ লাশ দুটি উদ্ধার করে বলে ডবলমুরিং থানার এসআই জমির উদ্দিন জানান। নিহত দুই শিশু হলো- আগ্রাবাদ ডোবারপাড়ের বাসিন্দা আব্দুল করিমের সাড়ে তিন বছর বয়সি মেয়ে মেঘলা আক্তার ও করিমের ভাই জাহাঙ্গীর আলমের সাড়ে চার বছর বয়সি মেয়ে লামিয়া আক্তার জান্নাত। ডেবারপাড়ে গড়ে উঠা বস্তিতেই তারা থাকত। এসআই জমির উদ্দিন বলেন, 'তাদের বাসার কাছে ডোবার (দীঘি) ঘাটটি শেওলাময়। প্রাথমিকভাবে মনে হচ্ছে, তাদের কেউ একজন পানিতে পড়ে গেলে আরেকজন তুলতে গিয়ে নিজেও পড়ে যায়। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।' চট্টগ্রাম নগর পুলিশের সহকারী কমিশনার (ডবলমুরিং অঞ্চল) শ্রেমা চাকমা বলেন, উদ্ধার হওয়া দুই শিশুর শরীরে আঘাতের কোনো চিহ্ন নেই। তাদের সুরতহাল করা হলেও পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্তের জন্য লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়নি। এ ছাড়া দুই শিশুর পরিবার বিনা ময়নাতদন্তে লাশ দাফনের জন্য অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট থেকে অনুমতি নিয়ে এসেছেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কোনো কারণে এক শিশু পানিতে পড়ে গেলে আরেক শিশু উদ্ধার করতে গিয়ে পড়ে যায়। বুধবার বিকেল থেকে মেঘলা ও লামিয়ার খোঁজ না পেয়ে তাদের পরিবার থানায় সাধারণ ডায়েরি করেছিল বলে জানান ডবলমুরিং থানার পরিদর্শক (তদন্ত) জহির হোসেন।