শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

পেঁয়াজ কারওয়ান বাজারের কেজি ৬০ টাকা হাতিরপুলে ১২০

নতুনধারা
  ০৭ ডিসেম্বর ২০১৯, ০০:০০
আপডেট  : ০৭ ডিসেম্বর ২০১৯, ১১:১১

যাযাদি রিপোর্ট পেঁয়াজের বাজারে সরকারের নিয়ন্ত্রণ নেই। রাজধানীসহ সারা দেশে বাজারভেদে পেঁয়াজ ইচ্ছেমাফিক দামে বিক্রি হচ্ছে। পাতাসহ পেঁয়াজ বিক্রির ক্ষেত্রেও একই চিত্র। শুক্রবার সকালে সরেজমিন রাজধানীর কারওয়ান বাজারের পাইকারি বাজার ঘুরে দেখা যায়, পাতাসহ পেঁয়াজ প্রতি কেজি ৬০ টাকা দরে বিক্রি হচ্ছে। বাজারে প্রচুর সরবরাহ রয়েছে এই পেঁয়াজের। বিক্রেতারা জানান, মুনাফার আশায় পেঁয়াজ পরিপক্ব হওয়ার আগেই জমি থেকে তুলে বিক্রি করে দেয়া হচ্ছে। আর পরিপক্ব পেঁয়াজ প্রতি কেজি ২০০ টাকা দরে বিক্রি হচ্ছে। কারওয়ান বাজার থেকে পাইকারি দামে পেঁয়াজ কিনে অনেক ব্যবসায়ী বিভিন্ন পাড়া-মহলস্নায় নিয়ে বিক্রি করছেন। তবে কারওয়ান বাজারের চেয়ে অনেক বেশি দামে তারা বিক্রি করছেন। এসব দেখভালের জন্য সিটি করপোরেশন ও খাদ্য মন্ত্রণালয়ের অধীন নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ছাড়া আরও বেশ কয়েকটি প্রতিষ্ঠান থাকলেও বাস্তবে বাজার নিয়ন্ত্রিত হচ্ছে না। শুক্রবার সকালে বাজার ঘুরে দেখা যায়, পাতাসহ যে পেঁয়াজ কারওয়ান বাজারে ৫৮-৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, সেই একই পেঁয়াজ ১২০ টাকা কেজি দরে হাতিরপুল বাজারে বিক্রি হচ্ছে। শুধু হাতিরপুল বাজারই নয়, বিভিন্ন পাড়া-মহলস্নার ভ্যানগাড়ি ও দোকানেও পেঁয়াজের দামে পার্থক্য দেখা যায়। বাজারে নতুন আসা দেশি পেঁয়াজ কারওয়ান বাজারে প্রতি কেজি ২০০ টাকা, পুরানো পেঁয়াজ ২২০-২৪০ টাকা ও মিশরের পেঁয়াজ ৬০ টাকা বিক্রি হচ্ছে। রাজধানীর অন্যান্য বাজার ও ফুটপাতের দোকানিরা সেই পেঁয়াজ ৩০-৫০ টাকা বেশি দামে বিক্রি করছেন। পেঁয়াজের অত্যধিক দামের কারণে সাধারণ মানুষ পেঁয়াজ খাওয়া কমিয়ে দিয়েছেন। অনেকেই অপেক্ষাকৃত কম দামে পেঁয়াজ কিনতে সরকারিভাবে ট্রাকে করে টিসিবি যে পেঁয়াজ বিক্রি করছে, সেখানে লাইন ধরছেন। ট্রাকে প্রতি কেজি পেঁয়াজ ৫০ টাকা দরে বিক্রি করতে দেখা যায়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে