যৌন হয়রানি বন্ধে 'নারীরাই প্রহরীর কাজ করবে'

প্রকাশ | ০৮ ডিসেম্বর ২০১৯, ০০:০০

যাযাদি রিপোর্ট
নারীর প্রতি যৌন হয়রানি বন্ধে নারীরাই অতন্দ্র প্রহরীর মতো কাজ করবে বলে নারীদের এক সম্মেলনে অঙ্গীকার করা হয়েছে। শনিবার ঢাকায় 'বিকশিত নারী নেটওয়ার্কের' ষষ্ঠ জাতীয় সম্মেলনে এই অঙ্গীকার করা হয়। 'নারীরাই ক্ষুধামুক্তির মূল চাবিকাঠি' এই প্রতিপাদ্যকে সামনে রেখে অনুষ্ঠানে দেশের বিভিন্ন জেলা থেকে সহস্রাধিক নারী অংশ নেয়। আগারগাঁওয়ের এলজিইডি মিলনায়তনে ওই অনুষ্ঠানে বিকশিত নারী নেটওয়ার্কের সাধারণ সম্পাদক নাসিমা আক্তার জলি তাদের এক গবেষণার ফল জানিয়ে বলেন, ৩৯২ জন নারীর মধ্যে জরিপ করে দেখা গেছে, ৯৭ শতাংশ নারী যৌন হয়রানির শিকার। যাদের মধ্যে একটা বড় অংশ ৬ বছর বয়সেই হয়রানির শিকার হয়েছে। আর এরা বেশিরভাগ পাবলিক পেস্নসে যৌন হয়রানির শিকার হয়েছে। জলি এ সময় বলেন, 'নারীদেরকেই যৌন হয়রানি বন্ধ অতন্দ্র প্রহরীর মতো কাজ করতে হবে। আমরা কি সেই অঙ্গীকার করতে পারি?' এ সময় উপস্থিত নারীরা হাত তুলে 'হ্যাঁ' বলে তাকে সমর্থন জানান। তারা স্স্নোগান তোলেন, 'আমরা নারী, আমরাই পারি'। জলি বলেন, 'নারীরা এখনো পিছিয়ে আছে। তারা জোরে হাসতে পারে না, কথা বলতে পারে না। আমরা এই জায়গাটার পরিবর্তন চাই। সে লক্ষ্যে কাজ করতে চাই।' সম্মেলনে বাগেরহাটের নারীকর্মী মলিস্নকা দাস বলেন, 'স্বামীরা আমাদের সুন্দর কাপড় কিনে দেবেন আর আমরা ঘরে বসে সেমাই রান্না করব, তার জন্য আমরা নই। আমরা এখন একা চলতে পারি।' 'আমরা সবাই একেকজন শেখ হাসিনা হতে চাই। শেখ হাসিনাও সংগ্রাম করে আজকের জায়গায় এসেছেন। তিনিও এক সময় গৃহিণী ছিলেন, তিনি পেরেছেন, আমরাও পারব।' সংগঠনের সাবেক সভাপতি রাশেদা আক্তার নারীর প্রতি পরিবার, সমাজ ও রাষ্ট্রের উদাসীনতার কথা তুলে ধরেন।