বুয়েটের টার্ম ফাইনাল পরীক্ষা ২৮ ডিসেম্বর থেকে

প্রকাশ | ১০ ডিসেম্বর ২০১৯, ০০:০০

যাযাদি রিপোর্ট
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) টার্ম ফাইনাল পরীক্ষা আগামী ২৮ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে। শনিবার বুয়েটের একাডেমিক কাউন্সিলের জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়। আবরার ফাহাদ হত্যাকান্ডের পর শিক্ষার্থীদের আন্দোলনে গত দুই মাস কার্যত অচল ছিল বুয়েট। শিক্ষার্থীদের সর্বশেষ তিন দফা দাবি পূরণের পর গত ৪ ডিসেম্বর শিক্ষার্থীরা ২৮ ডিসেম্বর থেকে একাডেমিক কার্যক্রমে ফেরার ঘোষণা দেন। আর বুয়েটের একাডেমিক কাউন্সিল ওই তারিখকে অনুমোদন দেয়ায় ২৮ ডিসেম্বর থেকেই বুয়েটের টার্ম ফাইনাল পরীক্ষা শুরু হচ্ছে। বুয়েটের ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক মিজানুর রহমান বলেন, এর আগে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও শিক্ষার্থীরা ২৮ ডিসেম্বর থেকে পরীক্ষা শুরুর ব্যাপারে একমত হয়েছিল। শনিবার একাডেমিক কাউন্সিলের জরুরি বৈঠকে তারিখটি চূড়ান্তভাবে অনুমোদিত হয়েছে।