সংবাদ সংক্ষেপ

প্রকাশ | ১৬ আগস্ট ২০১৮, ০০:০০

অনলাইন ডেস্ক
ট্রেনের ছাদ থেকে পড়ে নিহত ১ টাঙ্গাইল প্রতিনিধি টাঙ্গাইলের কালিহাতীতে ট্রেনের ছাদ থেকে পড়ে এক ব্যক্তি নিহত হয়েছেন। মঙ্গলবার গভীর রাতে উপজেলার রাজাবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। তবে নিহতের নাম-পরিচয় পাওয়া যায়নি। এ ব্যাপারে বঙ্গবন্ধু সেতু পূবর্ রেলস্টেশনের গেটম্যান নাসির উদ্দিন জানান, বুধবার সকালে এলাকাবাসী উপজেলার রাজাবাড়ি এলাকায় রেললাইনের পাশে এক ব্যক্তিকে পড়ে থাকতে দেখে খবর দিলে পরে ঘটনাস্থলে গিয়ে রেলওয়ে পুলিশকে খবর দেয়া হয়। ধারণা করা হচ্ছে রাতে কোনো একসময় ওই ব্যক্তি ট্রেনের ছাদ থেকে পড়ে যায়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। নিহতের নাম পরিচয় পাওয়া যায়নি। তার বয়স আনুমানিক ৫০ থেকে ৫৫ বছর। ৪৫ হাজার ইয়াবাসহ ব্যবসায়ী গ্রেপ্তার কুমিল্লা প্রতিনিধি কুমিল্লায় ৪৫ হাজার পিস ইয়াবাসহ মিজানুর রহমান মনির (৫০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার ভোরে জেলার আদশর্ সদর উপজেলার ভারত সীমান্তবতীর্ জগন্নাথপুর এলাকা থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে। মনির জেলা সদরের দক্ষিণ উপজেলার রামধনপুর গ্রামের মৃত আফতাব উদ্দিনের ছেলে। কুমিল্লা পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম জানান, সীমান্তপথে মাদকের একটি বড় চালান আসছে এমন তথ্যের ভিত্তিতে পুলিশের একটি দল আদশর্ সদর উপজেলার জগন্নাথপুর চৌমুহনী এলাকায় অবস্থান নেয়। পরে ওই পথ দিয়ে যাওয়ার সময় পুলিশ মিজানুর রহমান মনিরকে আটক করে। এ সময় তার কাছে থাকা বঁাশের ঝুড়ির ভেতর তল্লাশি চালিয়ে স্কচটেপ দিয়ে মোড়ানো ২৩টি প্যাকেট থেকে ৪৫ হাজার পিস ইয়াবা উদ্ধার করে। এ ঘটনায় মামলা করা হয়েছে। পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু জামালপুর প্রতিনিধি জামালপুর সদর উপজেলায় পুকুরের পানিতে ডুবে দুই শিশু মারা গেছে। উপজেলার তিতপল্লা ইউনিয়নের নারায়ণপুর মধ্যপাড়ায় বুধবার সকাল সাড়ে ১০টায় এ ঘটনা ঘটে। নিহতরা হলো, ওই গ্রামের মিরাজ উদ্দিনের ছেলে নিহাদ (৩) ও নাজিম উদ্দিনের ছেলে রিফাত (৪)। তিতপল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুন অর রশীদ সেলিম বলেন, নিহাদ ও রিফাত গ্রামের একটি পুকুর পাড়ে খেলা করছিল। এক পযাের্য় পানিতে পড়ে তারা তলিয়ে যায়। পরে স্থানীয়রা তাদের লাশ উদ্ধার করে। কাভাডর্ভ্যান উল্টে হেলপারের মৃত্যু ময়মনসিংহ প্রতিনিধি ময়মনসিংহের ভালুকায় একটি কাভাডর্ভ্যান উল্টে শামীম হোসেন (২০) নামে এক হেলপারের মৃত্যু হয়েছে। বুধবার সকালে ময়মনসিংহ-ঢাকা মহাসড়কের ভালুকা উপজেলার ভরাডোবা এলাকায় এ দুঘর্টনা ঘটে। ভরাডোবা হাইওয়ে পুলিশ ফঁাড়ির এসআই আবুল খায়ের জানান, সিলেট থেকে ময়মনসিংহগামী একটি কাভাডর্ভ্যান ভরাডোবা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারের সঙ্গে ধাক্কা লেগে উল্টে যায়। এতে ঘটনাস্থলে হেলপারের মৃত্যু হয়। প্রাথমিকভাবে জানা গেছে শামীম পিরোজপুরের জেলায় বাসিন্দা। মরদেহটি উদ্ধার করে ফঁাড়িতে আনা হয়েছে। ময়নাতদন্তের জন্য এখান থেকে হাসপাতালে পাঠানো হবে বলেও জানান এসআই আবুল খায়ের। ডোবা থেকে শিশুর মরদেহ উদ্ধার ফেনী প্রতিনিধি ফেনী পৌর শহরের আরামবাগ এলাকার একটি ডোবা থেকে বেহেশতী আক্তার মীম (৭) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে মরদেহটি উদ্ধার করা হয়। স্থানীয়রা ও পরিবার সূত্রে জানা যায়, পিরোজপুরের ভান্ডারিয়ার মো. কবির পেশায় দিনমজুর। তিনি আরামবাগ এলাকায় পরিবার নিয়ে ভাড়া থাকেন। তার মেয়ে মীম প্রতিদিনের মতো সকালে বাসার পাশে মক্তবের উদ্দেশে বের হয়। কিন্তু মক্তবের সময় পেরিয়ে গেলেও বাসায় না ফেরায় তাকে খেঁাজাখঁুজি শুরু হয়। এক পযাের্য় পাশ্বর্বতীর্ নিমার্ণাধীন ভবনের পাশের ডোবা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। মক্তবের শিক্ষক আবদুল করিম জানান, সকালে মক্তবে যায়নি মীম। ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কমর্কতার্ (ওসি) রাশেদ খান চৌধুরী বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালের মগের্ পাঠানো হয়েছে বলে জানান ওসি রাশেদ। ট্রাকের ধাক্কায় নিহত চালকের সহকারী লালমনিরহাট প্রতিনিধি লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় দুই ট্রাকের ধাক্কায় অজ্ঞাত (২৮) এক চালকের সহকারী নিহত হয়েছেন। মঙ্গলবার দিনগত মধ্যরাতে লালমনিরহাট বুড়িমারী মহাসড়কের উপজেলার হাজরানীয়া এলাকায় এ দুঘর্টনা ঘটে। পুলিশ ও এলাকাবাসী জানান, বুড়িমারী স্থলবন্দর থেকে ছেড়ে আসা একটি ট্রাক হাজরানীয় এলাকায় মহাসড়কের পাশে রেখে তার চালক ও চালকের সহকারী হোটেলে খাবার খাচ্ছিলেন। এ সময় পেছন দিক থেকে আসা ট্রাকটি সজোরে ধাক্কা দিয়ে ছিটকে পড়ে যায়। এতে চালকের সহকারী গাড়িতে আটকা পড়লে চালক পালিয়ে যান। স্থানীয়রা ট্রাকে আটকা পড়া চালকের সহকারীকে উদ্ধার করে কালীগঞ্জ হাসপাতালে নিলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।