মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের অসাধারণ সাফল্য

প্রকাশ | ০১ জানুয়ারি ২০২০, ০০:০০

অনলাইন ডেস্ক
রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে পিইসি এবং জেএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সঙ্গে ফটোসেশনে অংশ নেন শিক্ষকরা -যাযাদি

প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) এবং জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষার ফলাফলে সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখেছে রাজধানীর অন্যতম শিক্ষাপ্রতিষ্ঠান মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ। ২০১৯ সালে মাইলস্টোন থেকে পিইসি এবং জেএসসিতে বাংলা ও ইংরেজি মাধ্যমে ২১৪৮ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। পাসের হার ১০০% এবং জিপিএ-৫ অর্জন করে ১৬১৩ জন। এ বছর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের স্কুল শাখায় মাইলস্টোন প্রিপারেটরি কেজি স্কুল থেকে বাংলা ও ইংরেজি মাধ্যমে ১০৭৭ জন শিক্ষার্থী পিইসি পরীক্ষায় অংশগ্রহণ করে। উভয় মাধ্যমে পাসের হার ১০০% এবং জিপিএ-৫ অর্জন করেছে ১০৩৭ জন। জিপিএ-৫ অর্জনের হার ৯৬.২৮%। জেএসসিতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ থেকে বাংলা ও ইংরেজি মাধ্যমে ১০৭১ জন ছাত্র-ছাত্রী পরীক্ষায় অংশ নেয় এবং উভয় মাধ্যমে পাসের হার ১০০%। জেএসসিতে জিপিএ-৫ পেয়েছে ৫৭৬ জন। জিপিএ-৫ অর্জনের হার ৫৩.৭৮%। পিইসি এবং জেএসসিতে ধারাবাহিকভাবে সাফল্য ধরে রাখার ব্যাপারে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের উত্তরা ক্যাম্পাসের অধ্যক্ষ লে. কর্নেল এম কামালউদ্দিন ভূঁইয়া (অব.) বলেন, 'শিশুদের পরীক্ষায় সেরা ফলাফল অর্জন আমাদের অভিজ্ঞতা ও সর্বাত্মক প্রচেষ্টার ফসল। শিশুবান্ধব পড়ার পরিবেশ, দক্ষ ও অভিজ্ঞ শিক্ষক-শিক্ষিকা এবং অভিভাবকদের সর্বাত্মক সহযোগিতা ছিল বলেই আমরা প্রত্যাশা মতো ভালো ফলাফল করেছি।' বিজ্ঞপ্তি