১০০ বাস ৫০০ ট্রাক সংগ্রহে বিআরটিসির চুক্তি

প্রকাশ | ১৭ আগস্ট ২০১৮, ০০:০০

যাযাদি রিপোটর্
ভারতীয় লাইন অব ক্রেডিট (এলওসি-২) এর আওতায় ১০০টি নন-এসি বাস ও ৫০০টি ট্রাক সংগ্রহে বাংলাদেশ রোড ট্রান্সপোটর্ করপোরেশন (বিআরটিসি), টাটা ও ভিই কমাশির্য়াল ভেহিকেল লিমিটেডের মধ্যে চুক্তি স্বাক্ষর হয়েছে। বৃহস্পতিবার বিআরটিসি ভবনে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অতিরিক্ত সচিব শফিক আহমেদের উপস্থিতিতে চুক্তিপত্রে স্বাক্ষর করেন বিআরটিসির চেয়ারম্যান ফরিদ আহমদ ভ‚ঁইয়া, টাটা মোটরসের সিনিয়র ম্যানেজার বিশাল শমার্ ও ভিই কমাশির্য়াল ভেহিকেল লিমিটেডের পক্ষে কাশিস অরোরা। বিআরটিসির জন্য ‘দ্বিতল, একতলা এসি, নন-এসি বাস এবং ট্রাক সংগ্রহ’ শীষর্ক প্রকল্পের আওতায় এই বাস-ট্রাক সংগ্রহ করা হবে। এই প্রকল্পে ধারাবাহিকভাবে মোট ৬০০টি বাস এবং ৫০০টি ট্রাক কিনবে বিআরটিসি। এই প্রকল্পের আওতায় প্রাথমিকভাবে ১০০টি নন-এসি বাস এবং ৫০০টি ট্রাক কেনা হবে। প্রতিটি বাসের একক মূল্য ৩২ লাখ ৫৩ হাজার ৬৮৭ টাকা। আর ট্রাকের একক মূল্য ধরা হয়েছে ১৩ লাখ দুই হাজার ৩১২ টাকা করে। বাস সরবরাহ করবে টাটা মোটরস লিমিটেড। আর ১৫০টি ট্রাক সরবরাহ করবে টাটা মোটরস এবং ৩৫০টি ট্রাক সরবরাহ করবে ভিই কমাশির্য়াল ভেহিকেল লিমিটেড।