মসলার বাজার ঠিক রাখতে সিটি করপোরেশনের নজরদারি

প্রকাশ | ১৭ আগস্ট ২০১৮, ০০:০০

যাযাদি রিপোটর্
কোরবানি ঈদের আগে মসলার বাজার সহনীয় রাখতে ঢাকার দুই সিটি করপোরেশন একসঙ্গে কাজ করবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটির মেয়র সাঈদ খোকন। বাজার পরিস্থিতি দেখতে বৃহস্পতিবার রাজধানীর কারওয়ান বাজারে এসে তিনি সাংবাদিক বলেন, ‘ঈদের আগে বাজারে মসলার সরবরাহ স্বাভাবিক। আশা করছি, ঈদের আগে দাম বাড়ব না।’ বাংলাদেশের মুসলমানরা তাদের সবচেয়ে বড় ধমীর্য় উৎসব কোরবানির ঈদ উদযাপন করবে আগামী ২২ আগস্ট। দেশে সারাবছর যত পশু জবাই হয়, এর অধের্কই হয় এই কোরবানির মৌসুমে। ঈদের খাবারের আয়োজনে বিভিন্ন মসলার চাহিদাও তাই বাড়ে। ঈদের মৌসুমে বাজার সামলে রাখতে উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন সম্মিলতভাবে সব কঁাচাবাজারে মনিটরিং টিম রাখছে জানিয়ে মেয়র বলেন, কোনোভাবেই যাতে মসলার বাজার নাগালের বাইরে না যায়, সে জন্য দুই সিটি করপোরেশন, টিসিবিসহ সবার সঙ্গে সম্মিলিতভাবে কাজ করব।’ মেয়র দাবি করেন, বাজার পরিদশর্ন করে তিনি বেশ কিছু মসলা এবং বেশ কিছু নিত্যপণ্যের দাম গত বছরের চেয়ে কম দেখেছেন। অন্যদের মধ্যে ডিএসসিসির প্রধান নিবার্হী কমর্কতার্ খান মোহাম্মদ বিলাল, ডিএনসিসির প্রধান নিবার্হী মেসবাহুল ইসলাম, ডিএসসিসির প্রধান রাজস্ব কমর্কতার্ মো. ইউসুফ আলী সরদার, ডিএসসিসির অঞ্চল-৫ এর নিবার্হী কমর্কতার্ এসএম অজিয়র রহমান, ডিএনসিসির নিবার্হী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাজিদ আনোয়ার এ সময় উপস্থিত ছিলেন।