ইয়াবা বিক্রেতা জানাল ‘বড় আপা’র নাম!

প্রকাশ | ১৭ আগস্ট ২০১৮, ০০:০০

যাযাদি রিপোটর্
ইয়াবাসহ গ্রেপ্তার ইকবাল হোসেন মামুন
ছয় হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার ইকবাল হোসেন মামুন (২৭) পুলিশকে ইয়াবা সাম্রাজ্যের এক বড় আপার তথ্য দিয়েছে। বুধবার রাতে চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানার পুরনো রেলস্টেশনের একটি চায়ের দোকানের সামনে থেকে মামুনকে গ্রেপ্তার করে পুলিশ। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কমর্কতার্ (ওসি) মোহাম্মদ মহসীন জানান, কক্সবাজারের রামুর চরপাড়া অফিসের চর এলাকার কবির আহমদের ছেলে মামুনকে লাল রঙের একটি ট্রলিব্যাগে থাকা ৫০০ পিসের ১২টি প্যাকেটে ছয় হাজার ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। ওসি জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপ-পরিদশর্ক (এসআই) আবদুর রব ওই এলাকায় অভিযানে গেলে দুই মাদক বিক্রেতা পালানোর চেষ্টা করে। এ সময় মামুনকে লাল ব্যাগসহ আটক করা হয়। এরপর ওই ব্যাগ তল্লাশি করে কাপড়ের ভেতর বায়ুরোধী পলিথিনে ইয়াবাগুলো পাওয়া যায়। তাকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদে বড়ভাই’র নাম জানতে চাইলে তিনি বড় আপা’র তথ্য দেন। এ ঘটনায় ইকবাল হোসেন মামুন ও তার ‘বড় আপা’ কক্সবাজারের টেকনাফের হ্নীলা লেদা ক্যাম্পের পূবর্পাশের জাফরের বাড়ির মো. হামিদের স্ত্রী হালিমা বেগমের নামে ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে বলে জানান ওসি মহসীন।