লঞ্চ-ফেরিঘাট নিয়ে বিরোধ মেটাতে সভা শিগগিরই

প্রকাশ | ১০ জানুয়ারি ২০২০, ০০:০০

যাযাদি রিপোর্ট
দেশের বিভিন্ন স্থানে ২৪টি ফেরিঘাট ও লঞ্চঘাট পরিচালনায় বিরোধ নিয়ে শিগগিরই আন্তঃমন্ত্রণালয় সভা করে সমাধান করা হবে বলে জানিয়েছে নৌপরিবহণ মন্ত্রণালয়। বৃহস্পতিবার সচিবালয়ে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহণ কর্তৃপক্ষ (বিআইডবিস্নউটিএ) এবং স্থানীয় সরকার বিভাগের আওতাধীন প্রতিষ্ঠানগুলোর মধ্যে ফেরি ও লঞ্চঘাট বা পয়েন্ট নিয়ে সৃষ্ট বিরোধ নিষ্পত্তি সংক্রান্ত বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে। সভায় জানানো হয়, বিআইডবিস্নউটিএ এবং স্থানীয় সরকার বিভাগের আওতাধীন প্রতিষ্ঠানগুলোর মধ্যে দেশের বিভিন্ন স্থানে ২৪টি ফেরি, লঞ্চ, খেয়া ও গুদারাঘাট/পয়েন্ট পরিচালনা নিয়ে বিরোধ রয়েছে। রেভিনিউ শেয়ারিং ও সমন্বয়ের মাধ্যমে সৃষ্ট সমস্যার সমাধান সম্ভব। এই লক্ষ্যে শিগগিরই আন্তঃমন্ত্রণালয় বৈঠক করে সিদ্ধান্ত নেওয়া হবে। সভায় নৌপরিবহণ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেন, মানুষের সেবার জন্য সরকার এবং সরকারি প্রতিষ্ঠান ও সংস্থাগুলো কাজ করে। সরকারি প্রতিষ্ঠানগুলোর বিরোধের কারণে মানুষের যেন ভোগান্তি না হয়, সেটি লক্ষ্য রেখে কাজ করতে হবে। সমস্যা সমাধানে আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে। বাস্তবতার নিরিখে সবার সহযোগিতার মাধ্যমে সৃষ্ট বিরোধ নিষ্পত্তি সম্ভব। সভায় আরও উপস্থিত ছিলেন মন্ত্রণালয়ের সচিব মো. আবদুস সামাদ, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. আব্দুল মান্নান, স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব সোহরাব হোসেন, বিআইডবিস্নউটিএর চেয়ারম্যান কমডোর এম মাহবুব-উল ইসলাম প্রমুখ।