সিটি নির্বাচন পেছানোর দাবিতে মানববন্ধন

প্রকাশ | ১১ জানুয়ারি ২০২০, ০০:০০

অনলাইন ডেস্ক
যাযাদি রিপোর্ট সরস্বতী পূজার দিনে ঢাকার দুই সিটি করপোরেশনে নির্বাচন না দিয়ে নতুন তারিখ ঘোষণার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ হিন্দু ছাত্র মহাজোট। শুক্রবার সকাল ১০টায় জাতীয় প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন হিন্দু ছাত্র মহাজোটের সভাপতি সজীব বৈদ্য। এসময় আরও বক্তব্য রাখেন সংগঠনটির সাধারণ সম্পাদক পার্থ সারথী রায়, যুগ্ম সাধারণ সম্পাদক রঘুনাথ বাড়ৈ, নির্বাহী মহাসচিব ও দলের মুখপাত্র পলাশ কান্তি দে প্রমুখ। মানববন্ধনে বক্তারা বলেন, সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব সরস্বতী পূজা। প্রত্যেক শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অত্যন্ত আনন্দের সঙ্গে পূজা উদযাপন করে। অথচ নির্বাচন কমিশনার এই দিনে দুই সিটি করপোরেশনের নির্বাচনের দিন ধার্য করেছেন, নির্বাচনী বুথ হিসেবে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ব্যবহারের ব্যবস্থা রাখছেন। এতে সরস্বতী পূজা উদযাপনে হিন্দু শিক্ষার্থীরা উৎসাহ হারাচ্ছে। এদিন ভোট গ্রহণের কারণে একটি বড় অংশ ভোট দেওয়া ও পূজায় অংশগ্রহণ করতে পারবে না। হিন্দু ছাত্র মহাজোটের সভাপতি সজীব বৈদ্য অনুরোধ করে বলেন, ২৯ ও ৩০ জনুয়ারি ছাড়া নতুন করে অন্য যে কোনো দিন দুই সিটি করপোরেশনের নির্বাচনের তারিখ ঘোষণা করা হোক। তাছাড়া ৩০ জানুয়ারি নির্বাচন হলে ২৯ তারিখ থেকে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের নির্বাচনী বুথ ব্যবহার করবে, এতে তারা ২৯ তারিখও এই পূজা করতে পারবেন না। তিনি বলেন, আগামী ৭২ ঘণ্টার মধ্যে নির্বাচন কমিশন থেকে নির্বাচনের তারিখ পরিবর্তনের ঘোষণা না আসলে ১৪ জানুয়ারি ঢাকা শহরের প্রতিবাদী হিন্দু সম্প্রদায় নির্বাচন কমিশন ঘেরাও কর্মসূচি পালন করে ৩০ জানুয়রির নির্বাচন বয়কটসহ বৃহত্তর আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে।