সংবাদ সংক্ষেপ

প্রকাশ | ১১ জানুয়ারি ২০২০, ০০:০০

অনলাইন ডেস্ক
গাড়ি উঠে পড়ল সড়ক বিভাজকে যাযাদি রিপোর্ট হাতিরঝিলে সড়ক বিভাজকে একটি ব্যক্তিগত গাড়ি উঠিয়ে দিয়ে চালক সটকে পড়েছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে দেখা যায়, হাতিরঝিলের মেরুল বাড্ডা সংলগ্ন পানির পাম্পের কাছে সড়কে একটি কালো রঙের প্রাইভেট কার সড়ক বিভাজকে উঠে পড়ে। গাড়িটির নম্বর ঢাকা মেট্রো গ ১৯-১৯৭৯। প্রত্যক্ষদর্শী কয়েকজন বলেছেন, গাড়ির চালক নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি সড়ক বিভাজকে তুলে দেয়। এরপর চালক পালিয়ে যায়। আশপাশের লোকেরা গাড়িটি সড়ক বিভাজক থেকে নামানোর চেষ্টা করছিলেন। তখনো গাড়ির মালিক বা কেউ আসেননি। আমতলীতে পাঁচ দোকান ভস্মীভূত আমতলী (বরগুনা) সংবাদদাতা আমতলী পৌর শহরের কলেজ সড়কে বৃহস্পতিবার গভীর রাতে এক ভয়াবহ অগ্নিকান্ডে ৫টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। অগ্নিকান্ডে প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দোকান মালিকরা জানান। স্থানীয়রা জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে মেসার্স তাজ সুজ ঘর থেকে আগুনের সূত্রপাত হয়। ধারণা করা হচ্ছে বৈদু্যতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। আগুন ধরার সঙ্গে সঙ্গে মুহূর্তের মধ্যে তা ছড়িয়ে পড়ে। এতে বিশ্বজিৎ সাহার বৃন্দা লাইব্রেরির ২৫ লাখ টাকার মালামাল, মেসার্স তাজ সুজ ঘরের সাইদুলের ২০ লাখ টাকার জুতাসহ অন্যান্য মালামাল, মুনা জুতা ঘরের প্রায় ৪৫ লাখ টাকা মূল্যের জুতাসহ অন্যান্য মালামাল, বাবা লোকনাথ ডেন্টালের মালিক প্রবির সরকারের ৫ লাখ টাকার মালামাল এবং জুয়েল টেলিকমের ৩ লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে যায়। অগ্নিকান্ডের খবর পেয়ে আমতলী উপজেলা ফায়ার সার্ভিস স্থানীয় মানুষের সহযোগিতায় ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। বি. বাড়িয়ায় মাদক ব্যবসায়ী গ্রেপ্তার স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণবাড়িয়ায় ৫ কেজি গাঁজাসহ আবুল খায়ের (৫০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছের্ যাব-১৪-এর ভৈরব ক্যাম্পের সদস্যরা। বৃহস্পতিবার রাতে সদর উপজেলার চিলোকুট গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আবুল খায়ের চিলোকুট গ্রামের মৃত সিদ্দিক মিয়ার ছেলে।র্ যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে চিলোকুট গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার ঘরে তলস্নাশি চালিয়ে ৫ কেজি গাঁজা এবং মাদক বিক্রির ১ হাজার ৫ শত টাকা উদ্ধার করা হয়। এ ঘটনায় ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। সাতারকুলে ওয়াশিং পস্ন্যান্টে আগুন যাযাদি রিপোর্ট উত্তর বাড্ডার সাতারকুলে বৃহস্পতিবার রাতে অগ্নিকান্ডে একটি ওয়াশিং পস্ন্যান্টের কাপড়চোপড় পুড়ে গেছে। তবে এতে কেউ হতাহত হয়নি। ফায়ার সার্ভিস সূত্র জানায়, বৃহস্পতিবার রাত পৌনে ১১টার দিকে সাতারকুলের ওয়াশিং পস্ন্যান্টে আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা কারখানায় ছড়িয়ে পড়ে। এতে কারখানাটিতে থাকা কাপড়চোপড় পুড়ে যায়। ফায়ার সার্ভিস সূত্র জানায়, ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট সোয়া এক ঘণ্টা চেষ্টা চালিয়ে রাত ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। মাদকদ্রব্যসহ আটক তিন রংপুর প্রতিনিধি রংপুরে ফেনসিডিল ও গাঁজা বিক্রির অভিযোগে ৩ জনকে আটক করেছে মহানগর পুলিশ। শুক্রবার রংপুর মেট্রোপলিটন সহকারী পুলিশ কমিশনার মো. আলতাফ হোসেন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। পুলিশ সূত্র জানায়, বৃহস্পতিবার রাতে মহানগর কোতোয়ালি থানা পুলিশ ১৩ নং ওয়ার্ডের সুলতান মোড় এলাকায় অভিযান চালিয়ে ৩০ গ্রাম গাঁজাসহ খোকন মিয়াকে (২৬) আটক করে পুলিশ। সে নগরীর দেওডোবা পাঠানপাড়া এলাকার খবির উদ্দিনের ছেলে। অন্যদিকে, মাহিগঞ্জ থানা পুলিশ কর্তৃক কল্যাণী এলাকা থেকে বিপুল মিয়াকে (২৭) আটক করা হয়। সে পীরগাছা উপজেলার ফতা এলাকার মৃত আব্দুল কুদ্দুসের ছেলে। এছাড়াও তাজহাট থানা পুলিশের হাতে ৫ বোতল ফেনসিডিলসহ ইমরান খান ওরফে ইমন (২৮) আটক হয়। সে ২৮ নং ওয়ার্ডের তাজহাট এলাকার রমজান আলীর ছেলে। তারা প্রত্যেকে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত। জুয়াড়ি ও ইয়াবা কারবারি আটক হাটহাজারী (চট্টগ্রাম) সংবাদদাতা চট্টগ্রামের হাটহাজারীতে ৭ জুয়াড়ি ও ৩ ইয়াবা কারবারিকে আটক করেছে পুলিশ। গত দুদিনে হাটহাজারীর বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করে হাটহাজারী থানা পুলিশ। বৃহস্পতিবার পৌর এলাকার আলিপুর চৌধুরী বাড়ির একটি ভাড়াঘর থেকে টাকা দিয়ে জুয়া খেলার সময় ৭ জুয়াড়িকে আটক করা হয়। পাশাপাশি পৃথক অভিযানে ইয়াবা কারবারি ফতেপুর এলাকার মো. মনছুর প্রকাশ কালুকে (৩৮) ১০০ পিস ইয়াবা, একই এলাকার জমির উদ্দিনকে (৪২) ১৫ পিস এবং রাউজান উপজেলার সুলতানপুর এলাকার মো. মানিব প্রকাশ সুমনকে(৩২) ১০২ পিসসহ আটক করে। সবাইকে আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানানো হয় বিজ্ঞপ্তিতে।