সিটি ভোট চুরির বিচারের প্রস্তুতি নিচ্ছি: ফারুক

প্রকাশ | ১২ জানুয়ারি ২০২০, ০০:০০

যাযাদি রিপোর্ট
ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে এবার চুরি করলে শক্তহাতে এর জবাব দেওয়া হবে বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক। তিনি বলেন, সংসদ নির্বাচনে ৩০০ আসন রাতেই নিয়ে নিয়েছেন। এবার ইশরাক ও তাবিথের ভোট চুরি করলে এর জবাব দেওয়া হবে। চোরের বিচার করার জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি। শনিবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে জাতীয়তাবাদী নবীন দলের উদ্যোগে আয়োজিত প্রতিবাদ সভায় তিনি এসব কথা বলেন। জয়নুল আবদিন ফারুক বলেন, এ সরকারের অধীনে নির্বাচিত ডাকসুর ভিপিকে ছাত্রলীগের নির্যাতনের হাত থেকে বাঁচতে যদি মিছিল করতে হয়, আবেদন করতে হয়; তাহলে সেই সরকারের কাছে মায়ের মুক্তি চাওয়া মানে- আমি ব্যক্তিগতভাবে মনে করি এটা একটি নিরর্থক। তার কাছে মুক্তি চেয়ে কোনো লাভ হবে না। তাকে মুক্ত করে আনতে হবে। প্রধান নির্বাচন কমিশন কে এম নুরুল হুদাকে হুঁশিয়ারি উচ্চারণ করে জয়নুল আবদিন ফারুক বলেন, আপনি বেশি দিন আর চাকরি করতে পারবেন না। আপনাকেও আমার মতো সাধারণ পাবলিক হতে হবে। তাই বলি এবারও যদি ইশরাক ও তাবিথের ভোট চুরি করেন শক্তহাতে এর জবাব দেওয়া হবে। চোরের বিচার করার জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি। আয়োজক সংগঠনের সভাপতি হুমায়ূন আহমেদ তালুকদারের সভাপতিত্বে প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান, সাংগঠনিক সম্পাদক ইমরান সালেহ প্রিন্স, সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ সোহেল রানা প্রমুখ।