উন্নয়নের অগ্রযাত্রাকে এবার গন্তব্যে নেওয়ার পালা: আতিকুল

প্রকাশ | ১৩ জানুয়ারি ২০২০, ০০:০০

যাযাদি রিপোর্ট
আওয়ামী লীগ মনোনীত ডিএনসিসি মেয়রপ্রার্থী আতিকুল ইসলাম রোববার উত্তরার রাজলক্ষ্ণী এলাকায় গণসংযোগ করেন -ফোকাস বাংলা
উন্নয়ন চলছে, চলবে। এ শহরের উন্নয়নের অগ্রযাত্রাকে এবার গন্তব্যে নেওয়ার পালা। রোববার ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়রপ্রার্থী আতিকুল ইসলাম নির্বাচনী গণসংযোগের সময় এ কথা বলেন। ভোটারদের উদ্দেশে আতিকুল ইসলাম বলেন, সবাই মিলে সবার ঢাকা; সুস্থ, সচল ও আধুনিক ঢাকা গড়তে চাই। ৩০ জানুয়ারি উন্নয়নের মার্কা নৌকায় ভোট দিন। সকালে উত্তরার রাজলক্ষ্ণী এলাকায় গণসংযোগ শুরু করার পর সেখান থেকেই বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাতে অংশ নেন আতিকুল ইসলাম। এরপর উত্তরাসংলগ্ন কসাইবাড়ি রেলগেট, কাঁচপুরা, উত্তরখান, দক্ষিণখান, ময়নারটেক, ফায়দাবাদ এলাকায় নেতাকর্মীদের নিয়ে গণসংযোগ করেন তিনি। আতিকুল ইসলামের একান্ত সচিব সাইফুদ্দিন ইমন জানান, এরপর আব্দুলস্নাহপুর হয়ে তুরাগ, কামারপাড়া, নয়ানগর মাদরাসা, রানাভোলা হয়ে বাওনিয়া এলাকায় গণসংযোগ করবেন আতিকুল ইসলাম। গণসংযোগকালে নতুন যুক্ত হওয়া ওয়ার্ডবাসীর উদ্দেশে মেয়র প্রার্থী আতিকুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন নতুন ওয়ার্ডগুলো উন্নয়নের মাধ্যমে ভালোভাবে সাজানোর জন্য। আমরা বলতে চাই, নৌকা উন্নয়ের মার্কা, এ নৌকায় ভোট দেওয়ার মাধ্যমে আমাকে যদি নির্বাচিত করেন তাহলে প্রথমেই এসব এলাকায় যেন জলাবদ্ধতা না হয়, রাস্তা উন্নয়ন হয় আর এলইডি বাতিতে যেন আলোকিত হয় সেই কাজ করব। এ ছাড়া নতুন ওয়ার্ডগুলোর উন্নয়নের জন্য অনেক বড় বড় পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। গণসংযোগকালে সাধারণ পথচারী থেকে শুরু করে দোকানিদের সঙ্গে হাত মিলিয়ে ভোট চান মেয়র প্রার্থী আতিকুল ইসলাম। তিনি বলেন, 'উন্নয়ন চলছে, চলবে। এ শহরের উন্নয়নের অগ্রযাত্রাকে এবার গন্তব্যে নেয়ার পালা। সবাই মিলে সবার ঢাকা, সুস্থ, সচল ও আধুনিক ঢাকা গড়তে চাই। তাই ৩০ জানুয়ারি উন্নয়নের মার্কা নৌকায় ভোট দিন।' নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে ৩০ জানুয়ারি ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। দুই সিটির প্রতিটি কেন্দ্রে ভোটগ্রহণ হবে ইভিএমের মাধ্যমে। সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ।