সংবাদ সংক্ষেপ

প্রকাশ | ১৩ জানুয়ারি ২০২০, ০০:০০

অনলাইন ডেস্ক
বাড়ি ফেরা হলো না স্কুলছাত্রের স্টাফ রিপোর্টার, মাদারীপুর মাদারীপুরে রোববার বেলা ১১টার দিকে স্কুলে এসে বাড়ি ফেরা হলো না স্কুলছাত্র সিফাতের। সিফাত সিকদার (৮) ইউনাইটেড ইসলামিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র ছিল। সিফাত সদর উপজেলার উত্তর খাগছাড়া গ্রামের বাবুল সিকদারের ছেলে। স্থানীয় ও হাসপতাল সূত্রে জানা গেছে, শহরের কলেজ রোড এলাকায় বাসা ভাড়া করে থাকত সিফাতের পরিবার। স্কুল ছুটি হলে বাড়ি ফেরার পথে হঠাৎ অসুস্থ হয়ে রাস্তার ওপর পড়ে যায়। এ সময় সিফাতের সাথে থাকা অন্য ছাত্ররা তাকে দ্রম্নত মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন। ডাক্তার মাহাবুব আবির বলেন, হাসপাতালে আনার পূর্বেই সিফাত মারা যায়। ট্রেনে কাটা পড়ে নিহত ১ চাঁদপুর প্রতিনিধি চাঁদপুর শহরের মিশন রোড এলাকায় সাগারিকা এক্সপ্রেস নামক ট্রেনের নিচে কাটা পড়ে পংকজ মজুমদারের (৪৫) মৃতু্য হয়েছে। রোববার বিকেল পৌনে ৩টার দিকে চাঁদপুর-লাকসাম রেলপথের মিশন রোড রেলক্রসিংয়ের পশ্চিম পাশে পাটওয়ারী বাড়ির সামনে এই ঘটনা ঘটে। নিহত পংকজ লক্ষ্ণীপুর জেলার রায়পুর উপজেলার বাসিন্দা। চাঁদপুর জিআরপি থানার ওসি মো. সারোয়ার আলম জানান, মেঘনা এক্সপ্রেস ট্রেনটি চাঁদপুর থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে কোর্ট স্টেশন থেকে ছেড়ে ঘটনাস্থলে আসার আগে বেশ কয়েকবার হর্ন দিচ্ছিল। কিন্তু ওই ব্যক্তি রেললাইন থেকে না সরে যাওয়ার কারণে এবং হেঁটে যাওয়ার সময় ট্রেনের নিচে কাটা পড়ে। সারোয়ার জানান, ওই ব্যক্তির মোবাইল ফোনের সূত্রধরে তার পরিবারের লোকদের খবর দেয়া হয়। এই ঘটনায় থানায় অপমৃতু্য মামলা হয়েছে। খুঁটির চাপায় শ্রমিক নিহত শেরপুর (বগুড়া) সংবাদদাতা বগুড়ার শেরপুরে পলস্নী বিদু্যৎ সমিতি-২ শেরপুর অঞ্চলের আওতায় বৈদু্যতিক খুঁটি পুঁততে বায়জিদ (১৬) নামের এক কিশোর শ্রমিক প্রাণ হারায়। রোববার দুপুর ২টার দিকে শেরপুরের কুসুম্বী ইউনিয়নের গোশাইবাড়ী বটতলা এলাকায় বৈদু্যতিক খুঁটি পোঁতার সময় এ ঘটনা ঘটে। মৃত কিশোর বায়জিদ বগুড়ার শাহজাহানপুর উপজেলার চন্ডিবর গ্রামের আব্দুল মান্নানের ছেলে। সহকারী শ্রমিক আশরাফুল জানায়, খুঁটি পোঁতার পূর্ব মুহূর্তে মাটি খনন করে খুঁটিটি উপরের দিকে তুললে হঠাৎ খুঁটি ঘুরে এসে বায়োজিদের মাথার উপর পড়লে সে গুরুতর আহত হয়ে মাটিতে পড়ে যায়। অন্য সহযোগীরা তাকে উদ্ধার করে বেলা পৌনে ৩টায় শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সে নিয়ে এলে কর্তব্যরত ডাক্তার মওদুদ আদনান তাকে মৃত ঘোষণা করেন। এদিকে চোখের সামনে ছেলের মৃত দেখেই ঘটনাস্থলেই পিতা আব্দুল মান্নান মূর্ছা যায় বলে ওই সহকারী শ্রমিক জানান। দুই চোরাকারবারি মাদকসহ আটক গাংনী (মেহেরপুর) সংবাদদাতা মেহেরপুরে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৪২৬ বোতল ভারতীয় ফেনসিডিলসহ মিন্টু ও সুমন নামের মাদক চোরাকারবারিকে আটক করছে পুলিশ। রোববার সকাল সাড়ে ৬টার দিকে একটি পাওয়ার ট্রলি গাড়িতে তলস্নাশি চালিয়ে মাদক উদ্ধার করা হয়। গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ওবাইদুর রহমান জানিয়েছেন, গাংনী উপজেলার হাড়াভাঙা এলাকা থেকে বামন্দী হয়ে কুষ্টিয়ার দিকে একটি মাদক বহন করা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল অভিযান চালিয়ে ভোলারদাড়ের ঘোনা নামক স্থানে তাদের আটক করা হয়, সেই সাথে পাওয়ার ট্রলির সাথে বিশেষ ব্যবস্থায় রাখা ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। মাদকদ্রব্য আইনে মামলার শেষে আদালতে প্রেরণ করা হবে। পিস্তল, গুলিসহ ১৯ জন গ্রেপ্তার কাউনিয়া (রংপুর) সংবাদদাতা রংপুর মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন থানা এলাকায় পিস্তল, ম্যাগাজিন, গুলি ও ইয়াবাসহ ১৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাতে হারাগাছ, কোতোয়ালি, তাজহাট, মাহিগঞ্জ ও হাজিরহাট থানার বিভিন্ন এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার (ডিবি অ্যান্ড মিডিয়া) আলতাফ হোসেন বলেন, তাজহাট এলাকা থেকে একটি নাইনএমএম পিস্তল, একটি ম্যাগাজিন, এক রাউন্ড নাইনএমএম গুলি ও ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ শাহারুল ইসলাম (৪২) ও কাওসার আহম্মেদ ওরফে বাবু (৪০), পিটিসি মোড় এলাকা থেকে ১০ পিস ইয়াবাসহ বকুল (৪০)সহ পুলিশের মহিগঞ্জ, হারাগাছ, হাজিরহাট থানা ও গোয়েন্দা শাখা ১৯ জনকে গ্রেপ্তার করে। \হ ফেনসিডিলসহ যুবক আটক আড়াইহাজার (নারায়ণগঞ্জ) সংবাদদাতা আড়াইহাজার থানা পুলিশ শনিবার রাতে অভিযান চালিয়ে ১২ বোতল ফেনসিডিলসহ ১ যুবককে আটক করেছে। আটককৃত যুবকের নাম আজিজুল (২৭)। সে উপজেলার বালিয়াপাড়া গ্রামের আ. আউয়ালের ছেলে। পুলিশ জানায়, আজিজুল এলাকার চি?িহ্নত মাদক ব্যবসায়ী। শনিবার ভোররাতে অভিযান চালিয়ে বালিয়াপাড়া বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে কোর্টে চালান করা হয়েছে।