বিধি লঙ্ঘনের প্রতিযোগিতায় ইসি নির্বিকার: রুবেল

প্রকাশ | ১৪ জানুয়ারি ২০২০, ০০:০০

অনলাইন ডেস্ক
যাযাদি রিপোর্ট 'নির্বাচনের দিন যত এগিয়ে আসছে পরিস্থিতি ততই নাজুক হচ্ছে। আচরণবিধি লঙ্ঘনের প্রতিযোগিতায় নির্বিকার নির্বাচন কমিশন'- বলেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে সিপিবি মনোনীত 'কাস্তে' মার্কার মেয়র প্রার্থী ডা. আহাম্মদ সাজেদুল হক (রুবেল)। সোমবার বিকালে আদাবর শনিরবিলে অনুষ্ঠিত পথসভায় তিনি এসব কথা বলেন। তিনি বলেন, 'আমরা ভোটারদের কাছে গিয়ে কথা বলছি, গণসংযোগ করছি। তাদের মধ্যে নির্বিঘ্নে ভোট দিতে পারা নিয়ে সংশয় রয়েছে। এ সংশয় দূর করার জন্য কমিশনকেই পদক্ষেপ নিতে হবে। যদিও সাধারণ ভোটররা সুষ্ঠু ও নিরাপদ পরিবেশে ভোট দিতে উন্মুখ হয়ে রয়েছে। তারা বড় দুই দলের বিকল্প চায়। সিপিবি হচ্ছে সেই বিকল্প শক্তি।' 'কাস্তে' মার্কার মেয়রপ্রার্থী ডা. রুবেল সোমবার শেখেরটেক ১ থেকে শুরু করে ১৭ নম্বর রোড, মুনসরেবাদ হয়ে আদাবর এলাকায় গণসংযোগ শেষে প্রথমে আদাবর শনিরবিল ও পরে ঢাকা উদ্যানে পৃথক দুটি পথসভায় বক্তব্য দেন। এসব সমাবেশে আরো বক্তব্য রাখেন, প্রার্থীর প্রধান নির্বাচনী এজেন্ট আহসান হাবিব লাবলু, সিপিবির ঢাকা কমিটির সভাপতি মোসলেহ উদ্দিন, সিপিবির কেন্দ্রীয় নেতা লুনা নূর, সাদিকুর রহমান শামিম, আসলাম খান, মোতালেব হোসেন, আলী কাউসার মামুন, নুরুজ্জামান প্রমুখ। এছাড়া ডা. রুবেলের কাস্তে মার্কার পক্ষে মিরপুর ১৩, রাকিন সিটি, মিরপুর ১৪ নম্বর পুলিশ ব্যাটালিয়ন, কচুক্ষেত তেজগাাঁও, কুনিপাড়া এলাকায় মাইক প্রচার ও গণসংযোগ করা হয়।