সংবাদ সংক্ষপে

প্রকাশ | ১৫ জানুয়ারি ২০২০, ০০:০০

অনলাইন ডেস্ক
৮টি সোনার বারসহ একজন আটক যাযাদি ডেস্ক চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আটটি সোনার বারসহ শারজাহ ফেরত এক ব্যক্তিকে আটক করেছে কাস্টমস কর্তৃপক্ষ। আটক মোহাম্মদ মোরশেদ চট্টগ্রামের রাউজান উপজেলার বাসিন্দা। সোমবার রাত ৯টার দিকে এয়ার এরাবিয়ার একটি ফ্লাইটে শারজাহ থেকে চট্টগ্রামে আসেন তিনি। বিমানবন্দর কাস্টমসের উপ-কমিশনার রিয়াদুল ইসলাম বলেন, মোরশেদের কাছে আটটি স্বর্ণের বার পাওয়া গেছে। যার ওজন ৯৩৩ গ্রাম। এ ছাড়া তিনি ১০০ গ্রাম স্বর্ণালংকারও নিয়ে আসেন। সোনার বারগুলোর আনুমানিক বাজার মূল্য প্রায় ৫০ লাখ টাকা। ট্রাকের ধাক্কায় দুইজন নিহত যাযাদি রিপোর্ট রাজধানীর ফকিরাপুল ও আসাদগেট এলাকায় ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহীর মৃতু্য হয়েছে। মঙ্গলবার ভোর ৩টার দিকে ফকিরাপুল মোড়ে এবং গভীর রাতে আসাদগেটের কাছে এ দুই দুর্ঘটনা ঘটে। ফকিরাপুলে নিহত আব্দুল জলিলের (৩৮) বাড়ি শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সখিপুর ইউনিয়নে; গাজীপুরে তিনি ওষুধের ব্যবসা করতেন। অপরদিকে আসাদগেট এলাকায় নিহত আব্দুল কাদেরের (৪২) বাড়ি কুমিলস্নার দাউদকান্দিতে। ঢাকায় তিনি মিরপুর-১ নম্বর সেকশনে থাকতেন। ওই এলাকায় 'ফাহাদ ফুড অ্যান্ড বেকারি' নামে একটি কোম্পানির মালিক তিনি। পলস্নবীতে হ্যাকার গ্রেপ্তার যাযাদি রিপোর্ট রাজধানীর পলস্নবীতে অভিযান চালিয়ে মোক্তার হোসেন বাবু (২১) নামে এক হ্যাকারকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সাইবার সিকিউরিটি অ্যান্ড ক্রাইম বিভাগ। সোমবার রাতে পলস্নবীর বানরটেক এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সাইবার সিকিউরিটি অ্যান্ড ক্রাইম বিভাগের সহকারী পুলিশ কমিশনার ধ্রম্নব জ্যোতির্ময় গোপ জানান, ২২ ডিসেম্বর নরংংড়ু.পড়স নামক একটি বাংলাদেশি ওয়েবসাইট হ্যাক হয়। এ ঘটনায় ১২ জানুয়ারি পলস্নবী থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। এর পরিপ্রেক্ষিতে পলস্নবীর একটি বাসা থেকে সাইটের কন্ট্রোল প্যানেল চালানোর সময় হাতেনাতে হ্যাকার মোক্তার হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। আড়াইহাজারে ইয়াবা আটক ২ আড়াইহাজার (নারায়ণগঞ্জ) সংবাদদাতা নারায়ণগঞ্জের আড়াইহাজারে ৫০ পিস ইয়াবাসহ হাবি ভুইয়া (৩২) এবং রুবেল (২৮) নামে ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ। হাবি উপজেলার বিশনন্দী ইউনিয়নের রামচন্দ্রদী গ্রামের মৃত সাধু ভুইয়ার ছেলে ও রুবেল একই গ্রামের মৃত বছুরউদ্দিনের ছেলে। আড়াইহাজার থানার এ এস আই আসাদুজ্জামান মঙ্গলবার সকাল ৭টার দিকে সঙ্গীয় ফোর্স নিয়ে রামচন্দ্রদী ভুইয়ার বাগসংলগ্ন রাস্তা থেকে মাদক ব্যবসায়ী হাবি এবং রুবেলকে ইয়াবা কেনাবেচার সময় আটক করেন। এ সময় হাবির কাছ থেকে ৩০ পিস এবং রুবেলের কাছ থেকে ২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার বান্দরবান প্রতিনিধি বান্দরবানে চয়ইচিং মারমা (২৭) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে শহরের মধ্যম পাড়ার নিজ বাসা থেকে গলায় ফাঁস লাগানো অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়। তিনি মধ্যম পাড়ার বাসিন্দা প্রম্নমংচিং মারমার স্ত্রী। পারিবারিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার ভোরে পরিবারের লোকজন ঘুম থেকে ওঠে দেখতে পান বাসার সিলিংয়ের সঙ্গে গলায় ফাঁস দিয়ে ঝুলে আছে চয়ইচিং মারমা। পরে স্থানীয় ও পরিবারের লোকজন উদ্ধার করে তাৎক্ষণিক বান্দরবান সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সদরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহদিুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। বিদু্যৎস্পৃষ্ট হয়ে কৃষকের মৃতু্য গোপালগঞ্জ প্রতিনিধি গোপালগঞ্জে ইঁদুর মারা বিদু্যতের ফাঁদে আটকা পড়ে মোশাহাক সিকদার (৫৫) নামে এক কৃষক মারা গেছেন। মঙ্গলবার গোপালগঞ্জ সদর উপজেলার সোনাকুড় পূর্বপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মোশাহাক সিকদার একই এলাকার সলেমান সিকদারের ছেলে। জানা গেছে, মঙ্গলবার সকাল ৮টায় জমিতে কাজ করার জন্য বাড়ি থেকে বের হন মোশাহাক সিকদার। বেলা ১১টার দিকে স্থানীয়রা ওই কৃষককে বিদু্যতের ফাঁদে জড়িয়ে থাকতে দেখেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গোপালগঞ্জ সদর হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।