শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

কেডিএ বরাদ্দকৃত জমির টাকা পরিশোধ করল আইইবি খুলনা

নতুনধারা
  ১৭ জানুয়ারি ২০২০, ০০:০০
আপডেট  : ১৭ জানুয়ারি ২০২০, ০০:২৫
আইইবি খুলনা কেন্দ্রের চেয়ারম্যান প্রকৌশলী মো. শফিক উদ্দিন সম্প্রতি কেডিএ চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মো. আবদুল মুকিম সরকারের হাতে চেক হস্তান্তর করেন -যাযাদি

ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ (আইইবি) খুলনা কেন্দ্রের চেয়ারম্যান প্রকৌশলী মো. শফিক উদ্দিন ও সম্পাদক ড. প্রকৌশলী সোবহান মিয়া সম্প্রতি খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের (কেডিএ) চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মো. আবদুল মুকিম সরকার, পিবিজিএম, এনডিসি, পিএসসির হাতে সর্বশেষ দুই কোটি ৩০ লাখ টাকার চেক হস্তান্তর করেন। এতে আইইবি, খুলনা কেন্দ্রের নামে বরাদ্দকৃত পস্নটটির সম্পূর্ণ টাকা পরিশোধ করা হয়েছে। আর এরই মাধ্যমে আইইবি, খুলনা কেন্দ্রের প্রকৌশলীদের শহরের প্রাণকেন্দ্রে আধুনিক দৃষ্টিনন্দন ভবন নির্মাণের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হলো। খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ অতিসত্বর রেজিস্ট্রি দলিলের মাধ্যমে পস্নটটি আইইবি, খুলনা কেন্দ্রের কাছে হস্তান্তর করবে। উলেস্নখ্য, আইইবি, খুলনা কেন্দ্রের বর্তমান কমিটিই বরাদ্দকৃত পস্নটটির সিংহভাগ টাকা পরিশোধ করল। গত বছরের ৯ নভেম্বর আবেদনের পরিপ্রেক্ষিতে কেডিএ, ১১ নভেম্বর এমএ বারী সড়কের পাশের বাণিজ্যিক-কাম আবাসিক এলাকায় ১৬.৩২ কাঠাবিশিষ্ট ২৩৫নং পস্নটটি (আউটার বাইপাস রোড ২য় পর্যায়) আইইবি, খুলনা কেন্দ্রের জন্য বরাদ্দ করে। চেক হস্তান্তরের সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আইইবি, খুলনা কেন্দ্রের কেন্দ্রীয় কাউন্সিল সদস্য প্রকৌশলী মো. আবদুলস্নাহ পিইঞ্জ ও প্রকৌশলী হুসাইন মুহাম্মদ এরশাদ। বিজ্ঞপ্তি

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে