ভোটের অধিকারের লড়াইয়ে শরিক হোন: তাবিথ

প্রকাশ | ১৮ জানুয়ারি ২০২০, ০০:০০

যাযাদি রিপোর্ট
ঢাকা উত্তর সিটি নির্বাচনে বিএনপি মনোনীত মেয়রপ্রার্থী তাবিথ আউয়াল শুক্রবার রাজধানীর মোহাম্মদপুর বাসস্ট্যান্ড এলাকায় গণসংযোগ করেন -ফোকাস বাংলা -ফোকাস বাংলা
ভোটের অধিকার আদায়ের লড়াইয়ে ঢাকাবাসীকে শরিক হওয়ার আহ্বান জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির মেয়রপ্রার্থী তাবিথ আউয়াল। তিনি বলেন, জনগণের অধিকার আদায়ের লড়াইয়ে নেমেছেন। যথেষ্ট সাড়া পাচ্ছেন। অনেক প্রতিকূলতার মধ্যেও সাধারণ মানুষ ছুটে এসে আশ্বস্ত করছেন, সাহস দিচ্ছেন। এভাবেই ৩০ জানুয়ারি পর্যন্ত সবাইকে মাঠে থাকতে হবে। অধিকার আদায়ের এই লড়াইয়ে সবাইকে শরিক হতে হবে। কোনোভাবেই মাঠ থেকে সরে যাব না। শুক্রবার উত্তর ঢাকার বিভিন্ন স্পটে নির্বাচনী গণসংযোগকালে তিনি এসব কথা বলেন। সকাল ১০টায় মোহাম্মপুর বাসস্ট্যান্ড থেকে ৮ম দিনের মতো বিপুলসংখ্যক নেতাকর্মী সাথে নিয়ে গণসংযোগ শুরু করেন ধানের শীষের প্রার্থী। অন্যদিনের মতো এদিনও দিনভর তাবিথ আউয়ালের প্রচার-প্রচারণায় সাধারণ মানুষের উপস্থিতি ছিল লক্ষ করার মতো। গণসংযোগকালে তাবিথ আউয়াল নিজেই লিফলেট হাতে তুলে দিয়ে সব বয়সি মানুষের কাছে ভোট প্রার্থনা করেন। বয়স্কদের তিনি বুকে জড়িয়ে ধরেন। তাদের ভোট ও দোয়া চান। বয়ষ্ক অনেককে দেখা গেছে, তাবিথের মাথায় হাত বুলিয়ে দিতে। তাবিথ আউয়াল ভোটারদের কাছে এলাকার নানা সমস্যা ও অভিযোগ শুনেন। নির্বাচিত হলে সব সমস্যা সমাধান করা হবে বলে তাদের আশ্বস্ত করেন। সকাল ১১টায় মোহাম্মদপুর রাজিয়া সুলতানা রোডে গণসংযোগকালে নির্বাচিত হলে সর্বোচ্চ নাগরিক সুযোগ-সুবিধা নিশ্চিত করে আধুনিক ঢাকা গড়ার প্রতিশ্রম্নতি দিয়ে তাবিথ আউয়াল বলেন, 'ঢাকা শহর বসবাসের অযোগ্য হয়ে পড়েছে। রাস্তা ঘাট, ড্রেনেজ, সু্যয়ারেজসহ নাগরিক সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে নগরবাসী। নির্বাচিত হলে আমরা সব নাগরিক সুবিধা নিশ্চিত করে আধুনিক ঢাকা গড়ার প্রতিশ্রম্নতি দিচ্ছি।' নির্বাচন কমিশন (ইসি) ইচ্ছাকৃতভাবে ৩০ জানুয়ারি পূজার দিন ভোটের তারিখ নির্ধারণ করে বিতর্ক সৃষ্টি করেছে বলে সাংবাদিকদের বলেন তাবিথ আউয়াল। শ্যামলী শাহী মসজিদে জুমার নামাজ শেষ করে খিলজি রোড হয়ে বাবর রোড এলাকায় গণসংযোগ করেন তাবিথ আউয়াল। তাবিথের সাথে গণসংযোগ অংশ নেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আতাউর রহমান ঢালী, প্রচার সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী এ্যানী, যুবদলের সভাপতি সাইফুল আলম নীরব, উত্তরের সভাপতি এস এম জাহাঙ্গীর হোসেনসহ স্থানীয় বিএনপির নেতাকর্মীরা। জুমার নামাজের পর তাবিথ আউয়ালকে সাথে নিয়ে ধানের শীষ প্রতীকের লিফলেট বিতরণ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাদা দলের যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান, অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার, ঢাবির অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম, অধ্যাপক লুৎফর রহমান, ইসরাফিল প্রামাণিক রতন, অধ্যাপক শামীম, অধ্যাপক মনোয়ার, ড্যাবের যুগ্ম সম্পাদক ডা. শাহ মুহাম্মদ আমান উলস্নাহ, ড. তৌফিকুল ইসলাম, ডা. এরফান আহমেদ সোহেল প্রমুখ। তাবিথ আউয়াল মোহাম্মমদপুরের বাবর রোড হয়ে হুমায়ূন রোড, ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ, শাহজাহান রোড, সৈয়দ রোড, টাউন হল, জাকির হোসেন রোডে গণসংযোগ করেন।