'শিক্ষার্থীদের মানুষ হিসেবে গড়ে তুলতে হবে'

প্রকাশ | ১৮ জানুয়ারি ২০২০, ০০:০০

যাযাদি রিপোর্ট
পরীক্ষায় ভাল ফলাফলের পাশাপাশি শিক্ষার্থীদের ভাল মানুষ হিসেবে গড়ে তোলাই শিক্ষাপ্রতিষ্ঠানের কাজ হওয়া উচিত বলে মন্তব্য করেছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। গতকাল শুক্রবার রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২০ এ প্রধান অতিথির বক্তৃতাকালে তিনি এ কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, একজন শিক্ষার্থীর জন্য শুধু পরীক্ষায় ভালো ফলাফলটাই মুখ্য নয়, অন্যান্য কাজেও দক্ষতা দেখিয়ে নিজেকে ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। এজন্য পড়ালেখার পাশাপাশি খেলাধুলা, সা?ংস্কৃতিক ও সামাজিক কর্মকান্ডসহ পাঠক্রম বহির্ভূত কার্যক্রমে অংশগ্রহণ করতে হবে। তিনি আরো বলেন, একটি শিক্ষাপ্রতিষ্ঠান কতটা ভালো তা নির্ধারিত হয় সেই স্কুলের পরীক্ষার ফলাফলের ওপর। পরীক্ষার ফলাফলের পাশাপাশি একটি প্রতিষ্ঠান কতজন ভালো মানুষ ও যোগ্য নাগরিক গড়ে তুলতে পারছে সেটাও গুরুত্বপূর্ণ মাপকাঠি হওয়া উচিত। ফরহাদ হোসেন বলেন, শিক্ষার্থীদের যেকোনো অপসংস্কৃতির প্রভাব থেকে রক্ষা শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদেরও আরও সচেতন হতে হবে। শিক্ষার্থীদের বেশি করে পড়ার অভ্যাস গড়ে তোলার আহ্বান জানিয়ে তিনি বলেন, বই মানুষের জ্ঞানের ভান্ডারকে সমৃদ্ধ করে। আগামীদিনের চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষার্থীদের উন্নত মানবিক গুণাবলিসম্পন্ন করে গড়ে তোলার ক্ষেত্রে শিক্ষকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে জানান প্রতিমন্ত্রী। স্কুলের গভর্নিং বডির সভাপতি আবু হেনা মোরশেদ জামানের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন স্ট্যামফোর্ড ইউনিভার্সিটির ভিসি অধ্যাপক আলী নকী, প্রতিষ্ঠানটি অধ্যক্ষ ড. শাহান আরা বেগম।