সংবাদ সংক্ষেপ

প্রকাশ | ১৯ আগস্ট ২০১৮, ০০:০০

অনলাইন ডেস্ক
ঢাকার সড়কে শ্রমিক নিহত যাযাদি রিপোটর্ ঢাকার তেজগঁাওয়ে মাইক্রোবাসের চাপায় এক শ্রমিক মারা গেছেন। শনিবার ভোররাতে প্রধানমন্ত্রীর কাযার্লয়ের সামনের সড়কে এই দুঘর্টনা ঘটে। নিহতের নাম শফিকুল ইসলাম (৪০)। তার সঙ্গে ঈসমাইল হোসেন (৪০) নামে আরেক শ্রমিক আহত হয়েছেন। তেজগঁাও থানার এএসআই মোহাম্মদ আলী বলেন, ভোররাতে প্রধানমন্ত্রীর কাযার্লয়ের সামনের রাস্তায় রোড ডিভাইডার সংস্কারের কাজ করছিল শ্রমিকরা। এ সময় একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে শ্রমিকের উপর তুলে দিলে দুজন গুরুতর আহত হন। দুই শ্রমিককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কতর্ব্যরত চিকিৎসক শফিকুলকে মৃত ঘোষণা করেন। নিহত শফিকুলের বাড়ি শেরপুরের নালিতাবাড়িতে। চাকায় হাওয়া দিতে গিয়ে যুবকের মৃত্যু যাযাদি রিপোটর্ রাজধানীর দারুস সালামে গাড়ির চাকায় হাওয়া দেয়ার সময় বিস্ফোরণে লোকমান আহমেদ (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছে মো. রমিজ (১৭) নামে এক কিশোর। শনিবার সকালে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। লোকমানের দোকান মালিক কামরুজ্জামান জানান, সকালে দোকানে গাড়ির চাকায় হাওয়া দেয়ার সময় চাকাটি বিস্ফোরিত হয়। এতে লোকমান ও রমিজ আহত হন। পরে আহত দুজনকে সোহরাওয়াদীর্ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে লোকমানের অবস্থার অবনতি হলে চিকিৎসকের পরামশের্ তাকে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। স্বামীর লাঠির আঘাতে মৃত্যু নওগঁা প্রতিনিধি নওগঁার ধামইরহাটে স্বামীর লাঠির আঘাতে ফুলমুণি হাজদা (৫০) নামের এক আদিবাসী নারীর মৃত্যু হয়েছে। শনিবার সকালে উপজেলার ভেরম সোনাদিঘী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ফুলমুণি হাজদা ভেরম সোনাদিঘী গ্রামের সেভেন মরম এর স্ত্রী। ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কমর্কতার্ (ওসি) জাকিরুল ইসলাম জানান, সকালে ভাত রান্না করা নিয়ে স্বামী-স্ত্রীর মধ্য কথা কাটাকাটি হয়। একপযাের্য় স্বামী সেভেন মরম ক্ষিপ্ত হয়ে লাঠি দিয়ে স্ত্রীর মাথায় আঘাত করে। এতে ঘটনাস্থলেই মারা যায় ফুলমুণি।